• সিভিকদের অবসরকালীন ভাতা বাড়ল ২ লক্ষ টাকা
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর মুখে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিস ভলান্টিয়ার ও হোম গার্ডদের জন্য সুখবর। রাজ্য এবং কলকাতা পুলিসের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিস ভলান্টিয়ার ও হোম গার্ডদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করল নবান্ন। ৬০ বছর পর্যন্ত কর্মজীবনের পরে, অবসরের সময় তাঁদের টার্মিনাল বেনিফিট তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হল পাঁচ লক্ষ টাকা। ফলে, অবসরের সময় তাঁরা এবার থেকে দু’লক্ষ করে বেশি টাকা হাতে পাবেন। এই মর্মে বুধবার এক বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্বরাষ্ট্র দপ্তর। 

    সূত্রের খবর, বুধবার সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিস ভলান্টিয়ারদের অবসরকালীন ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। হোম গার্ডদের জন্য একই সুবিধা নিশ্চিত করতে বিজ্ঞপ্তি জারি হয় গত জুন মাসে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ সালের ১ এপ্রিল থেকে যাঁদের অবসর, এই বর্ধিত হারে ভাতা তাঁরাই পাবেন। আগেই রাজ্য অর্থদপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল। প্রশাসনিক মহলের মত, এবার স্বরাষ্ট্র দপ্তর বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের ঘোষণাটি বাস্তবায়নের ক্ষেত্রে সিলমোহর দিল। প্রসঙ্গত, কিছুদিন আগেই সিভিক ভলান্টিয়াদের অ্যাডহক বোনাস ৫,৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা করেছে রাজ্য সরকার।
  • Link to this news (বর্তমান)