• ঝাড়গ্রামে গর্ভবতী হাতির মৃত্যুতে মামলা হাইকোর্টে
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঝাড়গ্রামে একটি গর্ভবতী হাতির অস্বাভাবিক মৃত্যু নিয়ে এবার মামলা হল হাইকোর্টে। মামলাকারীর দাবি, বনদপ্তরের কর্মীদের সামনেই নৃশংসভাবে ওই গর্ভবতী হাতিকে হত্যা করা হয়। যদিও রাজ্যের তরফে জানানো হয়, ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে তারা। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারও করা হয়েছে। অন্যদিকে, মামলাকারীর পাল্টা দাবি, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে তাঁরা  প্রকৃত দোষী নন। এই বক্তব্যের প্রেক্ষিতে প্রধান বিচারপতি মামলাকারীকেই প্রকৃত দোষীদের নাম আদালতে জানাতে নির্দেশ দিয়েছেন। দু’সপ্তাহের মধ্যেই এই ব্যাপারে হলফনামা জমা দিতে হবে তাঁকে। তারপর তদন্তকারী সংস্থার কাছ থেকে আদালত রিপোর্ট তলব করবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 
  • Link to this news (বর্তমান)