• মানিক: জামিন মামলায় রায়দান স্থগিত হাইকোর্টে
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার সেই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে মানিককে গ্রেপ্তার করে ইডি। তারপর থেকে তিনি জেলেই রয়েছেন। এর আগে শুনানি চলাকালীন মানিক কান্নায় ভেঙে পড়েন। আদালতে ইডি জানিয়েছিল, মানিকের ছোট ভাইয়ের বয়ানকে হাতিয়ার করে জামিনের বিরোধিতা করছে তারা। সব পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রেখেছে আদালত।
  • Link to this news (বর্তমান)