• শস্যবিমায় নাম নথিভুক্তি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধানচাষিদের জন্য সুখবর। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলা শস্যবিমায় নাম নথিভুক্ত করতে পারবেন তাঁরা। নবান্ন সূত্রের খবর, কৃষকদের পাশে দাঁড়াতেই নবান্নের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুট্টাচাষিরা নাম নথিভুক্ত করতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। খরিফ মরশুমের চাষের জন্য এই সময়সীমা ধার্য করা হয়েছে। 

    প্রসঙ্গত, কোনও কারণে কৃষকদের উৎপাদিত ফসল নষ্ট হলে তাঁরা যাতে আর্থিক ক্ষতিপূরণ পেতে পারেন, সেই লক্ষ্যেই বাংলা শস্যবিমা যোজনা চালু করে রাজ্য সরকার। কৃষকদের হয়ে বিমার প্রিমিয়ামের টাকা মেটায় রাজ্য। অন্যদিকে, এবারের খরিফ চাষে রাজ্যে রেকর্ড ধানের চারা রোপণ করা হয়েছে বলে খবর। রাজ্যের দাবি, এবার ২০২১-২২ সালের রেকর্ডকেও পিছনে ফেলে ৪২ লক্ষ হেক্টরের বেশি জমিতে ধান রোয়া হয়েছে। সে-বছর ৪১ লক্ষ হেক্টর জমিতে ধানচাষ করা হয়। এবার পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমের মতো খরাপ্রবণ এলাকাতেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধান রোয়া হয়েছে। অন্যদিকে, আগামী খরিফ মরশুমে সরকারি উদ্যোগে কেনা ধান থেকে চাল উৎপাদন করার জন্য রাজ্য খাদ্যদপ্তরের কাছে একগুচ্ছ দাবি পেশ করল রাইস মিল মালিকদের সংগঠন। দাবিগুলি উপেক্ষিত হলে সরকারের জন্য ধান ভানিয়ে চাল তৈরি মিল মালিকদের পক্ষে সম্ভব হবে না। বৃহস্পতিবার বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লিখিতভাবে তা খাদ্যদপ্তরকে জানানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)