• কাজী নজরুলের প্রয়াণ দিবস
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও সংবাদদাতা, উলুবেড়িয়া: হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার পালিত হল কবি কাজি নজরুল ইসলামের ৪৮ তম প্রয়াণ দিবস। এদিন চন্দননগরের রবীন্দ্রভবনে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া ও শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায় ২০০ জন শিল্পী নাচ, গান, কবিতায় বিদ্রোহী কবিকে শ্রদ্ধাজ্ঞাপন করেন। বৃ্হস্পতিবার রাজ্যজুড়ে পালন হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। বাগনানের টেঁপুর নবাসন অনন্তরাম উচ্চ বিদ্যালয়ও অনুষ্ঠান করে। এদিন নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি চন্দ্রনাথ বসু, প্রধান শিক্ষক সূর্যশেখর দাস সহ অন্যান্যরা। এদিন বৃক্ষরোপনও করা হয়। অন্যদিকে উলুবেড়িয়া পুরসভার পক্ষ থেকেও দিনটি পালন করা হয়। শ্রদ্ধা জানান উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা।
  • Link to this news (বর্তমান)