• রাজ্যের ৭০টি দুর্বল ব্লকের সঙ্গে বৈঠক
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্মার্ট পঞ্চায়েত গড়ে তুলতে আগেই নির্দেশ দিয়েছিল রাজ্য পঞ্চায়েত দপ্তর। কিন্তু সেই কাজে এখনও পিছিয়ে রয়েছে একাধিক জেলা এবং বহু ব্লক। এমন ১৭টি জেলার মধ্যে ‘পুওর’ পার্ফমিং ব্লক চিহ্নিত হয়েছে ৭০টি। এবার দপ্তর তাদের সঙ্গে পৃথক বৈঠক করতে চলেছে ২ সেপ্টেম্বর। এই উপলক্ষ্যে জেলাভিত্তিক ব্লকের একটি তালিকা তৈরি করে তা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দেওয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে, এই বিচারে দুর্বল ৭০টি ব্লকের বেশিরভাগই দুই ২৪ পরগনায়। বাকি ব্লকগুলির মধ্যে রয়েছে মুর্শিদাবাদে ৯টি, পূর্ব বর্ধমানে পাঁচটি এবং পশ্চিম মেদিনীপুরে চারটি। ২ সেপ্টেম্বর এই ব্লকগুলিকেই বৈঠকে ডাকা হয়েছে। দপ্তর সূত্রের খবর, তবে পঞ্চায়েতের সার্বিক কাজের অগ্রগতি নিয়েও সেখানে আলোচনা হতে পারে।
  • Link to this news (বর্তমান)