• নামখানায় জাতীয় সড়কে দফায় দফায় বন্ধ করা হল বাস চলাচল
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, কাকদ্বীপ: বৃহস্পতিবার নামখানার ফ্রেজারগঞ্জে দফায় দফায় বাস চলাচল বন্ধ করে দিল তৃণমূল এবং বিজেপি। এদিন সকাল সাড়ে চারটেয় প্রথমে নামখানা, কাকদ্বীপ ও কলকাতাগামী বাস বন্ধ করে দেন তৃণমূল কর্মীরা। তবে বেশ কিছু সময় পর তাঁরা বাসগুলিকে ছেড়েও দেন। কিন্তু এরপরই বিজেপি কর্মীরা ঘটনাস্থলে এসে ফের বাস চলাচল বন্ধ করে দেন। পরে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রায় সকাল ৯টা পর্যন্ত বকখালির ১১৭ নম্বর জাতীয় সড়কে বাস চলাচল বন্ধ ছিল।


    এ বিষয়ে এক বাসচালক শেখ আহমেদ আলি বলেন, বুধবার বিজেপি ১২ ঘন্টার বন্‌ধ ডাকায় কোনও বাস চালানো হয়নি। সেই ইস্যুকে কেন্দ্র করে প্রথমে তৃণমূল কর্মীরা বাস চলাচল বন্ধ করে দেন। ফ্রেজারগঞ্জের তৃণমূল নেতা প্রসেনজিৎ জানা বলেন, কী কারণে বুধবার বাস বন্ধ রাখা হয়েছিল, তা জানার জন্য বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণ পর বাসের মালিকরা বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানালে বাসগুলিকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু বিজেপির কর্মীরা এসে ফের বাসগুলিকে আটকে দেন। আর ফ্রেজারগঞ্জের বিজেপি নেতা অনিন্দ্য রায় বলেন, বিজেপি কর্মীরা ঘটনাস্থলে এসে দেখেন, তৃণমূল কর্মীরা বাস থেকে যাত্রীদের নামিয়ে টোটোয় তুলছেন। অবৈধভাবে কেন বাস বন্ধ করে দেওয়া হল, তা জানতে বিজেপি কর্মীরা বাস চলাচল বন্ধ করে দেন।
  • Link to this news (বর্তমান)