১ সেপ্টেম্বর থেকে গঙ্গার নীচে মেট্রো পরিষেবা রবিবারও
বর্তমান | ৩০ আগস্ট ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুধু জয় রাইড নয়, ক্রমশ গুরুত্ব বাড়ছে এসপ্লানেড-হাওড়া ময়দান মেট্রো পথের। বাড়ছে যাত্রী সংখ্যা। সে কথা মাথায় রেখে আগামী ১ সেপ্টেম্বর থেকে রবিবারও এসপ্লানেড-হাওড়া ময়দানের মধ্যে গ্রিন লাইনে মেট্রো চলবে। বৃহস্পতিবার মেট্রো কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছে, রবিবার এই রুটের দু’টি স্টেশন থেকেই বেলা ২ টো ১৫ মিনিটে প্রথম ট্রেনটি ছাড়বে। শেষ ট্রেনটি ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। ১৫ মিনিটের ব্যবধানে ট্রেন চলাচল করবে। রবিবার আপ ও ডাউন মিলিয়ে মোট ৬২টি পরিষেবা পাওয়া যাবে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে মেট্রোর গ্রিন লাইনে গঙ্গার তলা দিয়ে এসপ্লানেড ও হাওড়া ময়দানের মধ্যে ট্রেন পরিষেবা শুরু হয়েছে। প্রথম থেকেই সোম থেকে শনিবার পর্যন্ত ট্রেন চলে এই লাইনে। গ্রিন লাইনের এই অংশে সপ্তাহের ছ’দিন সকাল ৭টা থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত ট্রেন চালানো হয়। পিক আওয়ারে কয়েক ঘণ্টা ১২ মিনিটের ব্যবধানে ও বাকি সময়ে ১৫ মিনিটের ব্যবধানে ট্রেন চলে এসপ্লানেড ও হাওড়া ময়দানের মধ্যে। মেট্রোর ব্লু লাইন দক্ষিণেশ্বর-কবি সুভাষের মধ্যে সোম থেকে শনিবার পর্যন্ত সকাল ৭টা থেকে ট্রেন পরিষেবা শুরু হয়। তবে ব্লু লাইনে রবিবার ট্রেন চালানো হয় সকাল ৯টা থেকে। সেখানে গ্রিন লাইনের এসপ্লানেড-হাওড়া ময়দান অংশে রবিবার অনেক পরে ট্রেন চলবে। পরিষেবা শুরু হবে ২টো ১৫ মিনিটে।
গ্রিন লাইনের এই অংশে মেট্রো চলাচল শুরু হওয়ার পর থেকে যাত্রীর সংখ্যা বেড়েছে। মেট্রোর ব্লু লাইনের ট্রেনেও যাত্রী বেড়ে গিয়েছে। কারণ বহু মানুষ এসপ্লানেড স্টেশনে নেমে হাওড়া বা হাওড়া স্টেশন যাওয়ার জন্য গ্রিন লাইনের মেট্রো ধরছেন। প্রথম থেকেই সাধারণ মানুষ গ্রিন লাইনের এই অংশে রবিবারও ট্রেন চালানোর দাবি করে আসছেন। কারণ রবিবার বহু মানুষ শহরতলির ও দূরপাল্লার ট্রেনে ওঠার জন্য হাওড়া স্টেশনে আসেন বা এখানে পৌঁছন। তাঁরা ওইদিন মেট্রো পরিষেবা থেকে বঞ্চিত হতেন। এবার রবিবারও হাওড়া স্টেশনে আসা-যাওয়া অনেকটাই মসৃণ হল।
তবে ব্লু লাইনের মতো সময়সারণি মেনে গ্রিন লাইনের এই অংশে রবিবার মেট্রো চালানো হলে আরও সুবিধা হতো বলে সাধারণ মানুষ মনে করছেন। প্রসঙ্গত, গ্রিন লাইনের সল্টলেক থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত অংশে রবিবার মেট্রো চলে না। ওই অংশে রবিবার পরিষেবা শুরু হলে সুবিধা হতো, দাবি করেছেন যাত্রীরা। কিন্ত সেই পরিষেবা চালু করা হয়নি।