বসল মেটাল ডিটেক্টর গেট, মিছিল শেষে ‘আর জি কর দেখতে’ হাসপাতালের কাছে ভিড় মহিলাদের
বর্তমান | ৩০ আগস্ট ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্যামবাজারে মিছিল শেষে মহিলারা সব বাড়ি ফিরবেন শিয়ালদহ হয়ে। সেখানেই কানাঘুষো শোনা গেল, আর জি কর হাসপাতালটা কাছেই। তাহলে একটু দেখে এলে ভালো হয় না! যেমন ভাবনা, তেমনি কাজ। সদলবলে একঝাঁক মহিলা চললেন ‘আর জি কর দেখতে’। ওপিডির গেটে বিশাল বড় প্ল্যাকার্ড ‘নো সেফটি, নো ওয়ার্ক’। একজন বললেন, ‘এটাই আর জি কর না?’ বলেই ভিতরে উঁকি দিলেন। গেটের ওপারে সশস্ত্র সিআইএসএফ। তাঁরা বললেন, ‘যাইয়ে।’
সুতরাং আর থাকার মানে হয় না। পথচলতি এক ব্যক্তিও বলে গেলেন, ‘দাঁড়াবেন না। ১৪৪ ধারা আছে।’ কিন্তু ওখান থেকে ফিরে যাবেন না কেউ। আরও এগিয়ে এলেন। এবার মূল ফটকের সামনে এলেন। সেখানে তো বিরাট পুলিস বাহিনী। দেখা গেল, ইতিমধ্যেই আরও এক ঝাঁক মহিলা সেখানে উপস্থিত। এক মহিলার আত্মীয় আর জি করে কাজ করেন। তাঁর সঙ্গে দেখা করার ছুতোয় তিনি ভিতরে এলেন। আর জি কর দেখতে এসেছেন? প্রশ্ন করলে উত্তর এল, ‘হ্যাঁ।’ পরের প্রশ্ন কোথা থেকে এসেছেন? এবার উত্তর, ‘বলা যাবে না।’ এটুকু বলতে বলতে পুলিস তাঁদের বললেন, ‘বাস ধরতে গেলে একটু এগিয়ে যান। গেটের সামনে দাঁড়াবেন না।’ এরপর আর তাঁরা দাঁড়াননি। সঙ্গে সঙ্গেই এগিয়ে গেলেন। একজন-দু’জন নয়, এরকম একাধিক মহিলা দল বেঁধে এসেছিলেন ‘আর জি কর দেখতে’।
এদিকে, আর জি করে তখন সিবিআই জোর তল্লাশি চালাচ্ছে। আর অবস্থান মঞ্চে একটু বাদেই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। জরুরি বিভাগের মূল বিল্ডিংয়ের সামনে এদিন মেটাল ডিটেক্টরের গেট বসেছে। আরও একটি বসানো হয়েছে ওপিডির বাইরে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও সেই গেট পরিচালনার জন্য উপস্থিত থাকবেন। সামগ্রিকভাবে বৃহস্পতিবার আর জি করের ওপিডিতে রোগীর সমাগম ভালোই হয়েছিল। হাসপাতালের ক্যাম্পাসের দেওয়াল জুড়ে পড়ুয়ারা ধর্ষকদের বিরুদ্ধে লিখেছেন। স্লোগান তুলেছেন প্রাক্তন অধ্যক্ষকে নিয়ে। ডাক্তার দেখাতে এসে, সেসবও অবাক চোখে দেখছিলেন রোগী ও তাঁদের পরিজনরা।