‘ঘর ভাড়া নিয়ে থাকতে হল, কাল ডাক্তার না এলে খুব মুশকিল’, আক্ষেপ সোফেরা বিবির
বর্তমান | ৩০ আগস্ট ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সমস্যা হচ্ছিল। কিন্তু ঝুঁকি নিয়ে মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসার সাহস দেখাতে পারছিলেন না সোফেরা বিবি। সঙ্গে ছোট বাচ্চাও আছে। কিন্তু শরীরের কারণে আর সময় নষ্ট করতে পারেননি। সাহস সঞ্চয় করে বৃহস্পতিবার এসএসকেএমে এসেছিলেন। বললেন, ‘এক্স রে আর অন্যান্য পরীক্ষা হল। কিন্তু যে ডাক্তারকে দেখাই উনি শুক্রবার বসেন। তাই ঘর ভাড়া করে থাকতে হবে।’ তবে তাঁর মনে আশঙ্কা, ‘যদি ডাক্তারবাবু না আসেন? তাহলে মুশকিল, বেশিদিন ঘর ভাড়া করে থাকা যাবে না। আবার মাসখানেক অপেক্ষা করতে হবে।’ আশঙ্কার কারণ, আন্দোলন। এসএসকেএম হাসপাতালে চিকিত্সকদের অবস্থান মঞ্চের সামনে দাঁড়িয়ে এই কথাই বললেন তিনি।তখন অবস্থান মঞ্চে উপস্থিত টলিউডের কলাকুশলীরা। মঞ্চ কানায় কানায় পূর্ণ। তা ঘিরে দাঁড়িয়ে রোগী, রোগীর পরিজনরা। ডাক্তার দেখাতে এসে টেলিভিশনের তারকাদের চোখের সামনে দেখে অনেকেই অবাক। এক মহিলা বললেন, ‘আমরা হাওড়া থেকে এসেছি। ডাক্তার দেখেছেন। ফেরার সময় দেখছি, সিরিয়ালের লোকেরা এসেছেন।’ অবস্থান মঞ্চের সামনেই মৃত চিকিত্সকের একটি অবয়বের সামনে মোমবাতি জ্বলছে। এসবের মাঝে সোফেরা বারবার বলে উঠছেন, ‘যদি ডাক্তারবাবুকে কাল না পাই, ঘর ভাড়ার টাকাগুলো একেবারে জলে যাবে।’
হাওড়া শ্যামপুরের এক রোগী ভর্তি রয়েছেন মেইন বিল্ডিংয়ে। তাঁর পরিজন সুশান্ত দাস এদিন অবস্থান মঞ্চের বাইরে দাঁড়িয়ে ছিলেন। বললেন, ‘পাঁচ দিন হল ভর্তি রয়েছে। শুনছি তো, দু’বেলা ডাক্তার আসছেন। নার্স দিদিরাও সারাক্ষণ থাকছেন। এখন দেখা যাক।’ বৃহস্পতিবার আউটডোরে রোগীর ভিড় দেখা গিয়েছে। যেহেতু চিকিত্সকরা সংখ্যায় কম, তাই দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছে রোগীদের। অন্যদিকে জরুরি বিভাগে এদিনও কয়েকজন পরিষেবা না পাওয়ার অভিযোগ তুললেন। কিন্তু অবস্থান মঞ্চ থেকে চিকিত্সকরা বারবার বলতে থাকেন, ‘পরিষেবা সচল রয়েছে। সিনিয়র ডাক্তাররা রোগী দেখছেন। পরিষেবা না পাওয়ার বিষয়টি একেবারেই গুজব।’