• দাশনগর পোস্ট অফিসে আগুন, দমকলের তৎপরতায় রক্ষা নথির
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বৃহস্পতিবার সাতসকালে দাশনগর পোস্ট অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা বন্ধ থাকা পোস্ট অফিসের ভিতর থেকে ধোঁয়া বেরতে দেখে খবর দেন দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। পোস্ট অফিসের জরাজীর্ণ ছাদ বেয়ে চুঁইয়ে পড়া বৃষ্টির জল থেকে কম্পিউটারে শর্ট সার্কিট হয়। সেখান থেকেই আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান। এই ঘটনায় গ্রাহকের কোনও নথি নষ্ট হয়নি বলে দাবি করেছে পোস্ট অফিস কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের খবর শুনে এদিন সকালেই পোস্ট অফিসের বাইরে ভিড় জমান উদ্বিগ্ন গ্রাহকদের একাংশ। 


    হাওড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের চপলাদেবী রোড ও বিরাজময়ী রোডের সংযোগস্থলে রয়েছে জীর্ণ দশার পোস্ট অফিসটি। এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ পোস্ট অফিসের দরজা ও জানালার ফাঁক দিয়ে কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা সঙ্গে সঙ্গে খবর দেন দাশনগর মোড়ে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের। খবর যায় দমকলে। কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন এসে মিনিট কুড়ির মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তৎক্ষণাৎ চলে আসেন পোস্ট মাস্টার সহ অন্যান্য আধিকারিকরা। আগুন নেভানোর কাজে হাত দেন তাঁরাও। প্রাথমিক তদন্তে দমকলের আধিকারিকরা জানিয়েছেন, বৃষ্টির জল ছাদ বেয়ে কম্পিউটারের ইউপিএস-এর উপর পড়েছিল। সেটি চালু থাকার কারণে শর্ট সার্কিট হয়ে যায়। সেখান থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা। তবে কম্পিউটারের আশপাশে থাকা কোনও কাগজ বা নথিতে আগুন লাগেনি। অগ্নিকাণ্ডের খবর শুনে ছুটে আসেন বেশ কয়েকজন গ্রাহক। তাঁদের গচ্ছিত টাকা ও নথিপত্র সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে বলে পোস্ট অফিসের তরফে জানানো হয়েছে। পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট সৌমেন কিস্কু বলেন, ‘শুধু কম্পিউটারটাই পুড়ে গিয়েছে। গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই। এদিন গ্রাহকরাও স্বাভাবিক পরিষেবা পেয়েছেন’।


    এদিন দুপুরে দাশনগর পোস্ট অফিসে গিয়ে দেখা গেল, সিলিং ও দেওয়াল থেকে চাঙর খসে পড়ছে। যে কোনও মুহূর্তে ছাদ ধসে পড়ার আশঙ্কা রয়েছে। কর্মীদের অনেকেই বলেন, ‘সামান্য বৃষ্টি হলেই ঝর্নার মতো জল পড়ে ছাদ দিয়ে। রীতিমতো ঝুঁকি নিয়েই কাজ করতে হয় আমাদের’। গ্রাহকদের বক্তব্য, ‘গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেল সর্বনাশ হয়ে যেত। এই পোস্ট অফিসে কোনও কিছু গচ্ছিত রাখা মোটেও সুরক্ষিত নয়’।
  • Link to this news (বর্তমান)