• শিক্ষক দিবসে সেরা বিদ্যালয়ের পুরস্কার পাচ্ছে মাহেশের স্কুল
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক) ২০২৪ সালের ‘সেরা বিদ্যালয়’ সম্মান পাবে। রাজ্য শিক্ষাদপ্তর থেকে সম্প্রতি স্কুলকে একথা জানানো হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শিক্ষক থেকে বর্তমান ও প্রাক্তন ছাত্র মহলে উৎসবের মেজাজ তৈরি হয়েছে। রাজ্য শিক্ষাদপ্তর জানিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন স্কুলের হাতে ওই সম্মান তুলে দেওয়া হবে। ওইদিন রাজ্য সরকারের তরফে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আরও দু’জনকে শিক্ষাদপ্তর উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে।


    স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, সন্দেহ নেই সরকারি পুরস্কার আমাদের গর্বিত করেছে। সেই সঙ্গে আরও বেশি করে দায়িত্ব বাড়ল। আমি ব্যক্তিগতভাবে মনে করি, রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাবাদর্শে পরিচালিত আমাদের বিদ্যালয়ের ছাত্ররা ধারাবাহিকভাবে সাফল্যের নজির রেখেছে। পাশাপাশি, খেলাধুলো সহ শিক্ষাসহায়ক চর্চাতেও আমাদের স্কুলের ভূমিকা বিশেষভাবে চর্চিত। সেই নিরিখেই ওই পুরস্কার আমাদের দেওয়া হয়েছে। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন, শ্রীরামপুরের ওই স্কুলটির শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে রাজ্যের সমস্ত পরীক্ষার মেধাতালিকায় স্থান করে নিয়েছে। সেই নিরিখেই রাজ্য সরকারের শিক্ষাদপ্তরের নির্বাচন অত্যন্ত সঠিক হয়েছে।


    স্কুল সূত্রে জানা গিয়েছে, বুধবারই ওই সংবাদ কর্তৃপক্ষের কাছে এসেছিল। বৃহস্পতিবার শিক্ষার্থীদের তা জানানো হয়। তারপরেই উচ্ছ্বাসে ভেসে যায় স্কুলের শিক্ষার্থীরা। 
  • Link to this news (বর্তমান)