• ব্যক্তিগত ছবি, তথ্য শেয়ার না করার আর্জি সাইবার বিভাগের
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, তারকেশ্বর: হুগলি গ্রামীণ পুলিসের উদ্যোগে হরিপাল আরাধারা ট্রাস্টে অনুষ্ঠিত হল ‘সাইবার পাঠশালা’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা (গ্রামীণ) পুলিস সুপার কামনাশিস সেন, অতিরিক্ত পুলিস সুপার কৃশানু রায়, ডিএসপি হেডকোয়ার্টার্স অগ্নিশ্বর চৌধুরী‌ সহ সাইবার ক্রাইম বিভাগের একাধিক পুলিস আধিকারিক।


    সাইবার প্রতারণার ক্ষেত্রে কী কী করণীয়, বা কতটা সাবধানতা অবলম্বন করা উচিত- এই বিষয়ে স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের বিস্তারিত বোঝানো হয় শিবিরে। সিঙ্গুর, হরিপাল ও তারকেশ্বর ব্লকের ছাত্রছাত্রী ও অভিভাবকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনলাইন লেনদেনে, সমাজমাধ্যমে, ঋণ দেওয়া ইত্যাদি ক্ষেত্রে প্ৰতারণা, প্রলোভনমূলক ফোন কল, আধার জালিয়াতি সহ একাদিক বিষয়ে সাইবার প্ৰতারণা কীভাবে হয়, তা নিয়ে আলোচনা করা হয়। ৩১ আগস্ট পর্যন্ত চলবে এই শিবির।


    হুগলি গ্রামীণ পুলিসের পুলিস সুপার কামনাশিস সেন জানান, ছাত্রছাত্রীদের জানালাম, টুথব্রাশ যেমন আমরা কাউকে শেয়ার করি না, ঠিক তেমনই ওটিপি অথবা ব্যক্তিগত ছবি, পার্সোনাল ডিটেলস কাউকে দেওয়া যায় না। প্রতারণার বিভিন্ন পদ্ধতি অডিও ভিসুয়াল মাধ্যমে দেখিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সচেতন করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)