• আলিপুর চিড়িয়াখানার নয়া সদস্য ভুবনেশ্বরের বাঘিনী ও জোড়া সিংহ
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর আগেই আলিপুর চিড়িয়াখানায় একগুচ্ছ নয়া অতিথির আগমন হল। ভুবনেশ্বরের নন্দনকানন চিড়িয়াখানা থেকে নিয়ে আসা হয়েছে একজোড়া সিংহ ও একটি বাঘিনী। যদিও এখনই সেগুলি দর্শকদের সামনে নিয়ে আসা হয়নি। কলকাতার আবহাওয়ার সঙ্গে নবাগত প্রাণীদের মানানসই করিয়ে দর্শকদের সামনে নিয়ে আসা হবে বলে আলিপুর পশুশালা সূত্রে জানা গিয়েছে। অরণ্য সপ্তাহের শুরুতেই আলিপুর চিড়িয়াখানার তরফে জানানো হয়েছিল পুজোর আগে চমক রয়েছে। বৃহস্পতিবার সেই চমক দিল পশুশালা। দীর্ঘদিন ধরেই নন্দনকানন চিড়িয়াখানার সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পশুশালায় মোট বাঘের সংখ্যা সাত। তাদের মধ্যে কয়েকটি বাঘিনীও রয়েছে। চিড়িয়াখানা সূত্রের খবর, গতবছর থেকেই পুরুষ বাঘের জন্য সঙ্গিনীর সন্ধান চলছিল। অবশেষে নন্দনকানন চিড়িয়াখানা থেকে সেই সন্ধান পাওয়া যায়। এরপরেই সরকারি কাজকর্ম শেষ করে বুধবার গভীর রাতে কলকাতায় আসে বাঘিনী। একই সঙ্গে দু’টি বাচ্চা সিংহও আনা হয়েছে। সেগুলি বয়স দু’বছর। একইসঙ্গে, দু’টি হিমালয়ান ব্ল্যাক ভল্লুক, চারটি মাউস ডিয়ারও আনা হয়েছে। এই চারটি মাউস ডিয়ার দত্তক নেন খোদ বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। এই চারটি প্রাণীর দেখভালের যাবতীয় দায়িত্ব নিয়েছেন মন্ত্রী।
  • Link to this news (বর্তমান)