নারীদের স্বনির্ভরতাকে পাথেয় করে রামমোহন সম্মিলনীর থিম ‘সম্পন্না’
বর্তমান | ৩০ আগস্ট ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে। এই বিষয়টিকেই দুর্গাপুজোয় তুলে আনতে চলেছে রামমোহন সম্মিলনী। ৮০তম বছরে তাদের প্রয়াস ‘সম্পন্না’।
বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে পুজোর থিম ও ভাবনা তুলে ধরে পুজো উদ্যোক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও বীরবাহা হাঁসদা। ছিলেন ফোরাম ফর দুর্গোৎসবের সম্পাদক শাশ্বত বসু প্রমুখ। ‘সম্পন্না’ পরিকল্পনা রূপায়িত করছেন কুণাল ঘোষ। স্বনির্ভর গোষ্ঠীগুলি কীভাবে এগিয়ে চলেছে তা মণ্ডপ ও পরিবেশের মাধ্যমে উঠে আসতে চলেছে পুজো ভাবনায়। গোষ্ঠীগুলির তৈরি উপকরণ থাকবে মণ্ডপে। স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ‘স্বনির্ভর গোষ্ঠীগুলির তৈরি জিনিসপত্র অনলাইনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’ শিল্পমন্ত্রী শশী পাঁজা ঘোষণা করেন, অনলাইনের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর সামগ্রী আরও বৃহত্তর স্তরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি দেখবে শিল্পদপ্তর। অক্টোবর মাসে দুর্গাপুজো। এক মাস আগেই থিম প্রকাশ করে পুজোর কাউন্টডাউন শুরু করে দিল রামমোহন সম্মিলনী। কুণাল ঘোষ বলেন, ‘আর জি করের ঘটনার সঙ্গে দুর্গাপুজোকে জড়িয়ে বিজেপি ভুল বার্তা দিতে চাইছে। উৎসবে শামিল হয়ে বাংলার মানুষই বিজেপিকে জবাব দেবেন।’ শশী পাঁজার সংযোজন, সরকারের দেওয়া পুজোর অনুদান নিয়ে ভুল বার্তা ছড়ানো হচ্ছে। দুর্গাপুজোর সঙ্গে বহু মানুষের আর্থিক বৃদ্ধির বিষয় জড়িয়ে।