• ২০ দিনে ১ কোটি টাকা জরিমানা আদায় শিয়ালদহে
    এই সময় | ৩০ আগস্ট ২০২৪
  • এই সময়: অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন (এটিভিএম), মোবাইল অ্যাপ, কিউআর কোডে টিকিট কাটার সুবিধা এবং স্টেশনের বাইরে বিভিন্ন দোকান থেকে লোকাল ট্রেনের টিকিট কাটার পরিষেবা সত্ত্বেও কমানো যাচ্ছে না বিনা টিকিটে ট্রেনে চাপার প্রবণতা। দেশের অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদহে এমন বিনা টিকিটের যাত্রীরাই টিকিট পরীক্ষকদের হাতে ধরা পড়ছেন।পূর্ব রেল জানিয়েছে, এ বছর ১ অগস্ট থেকে ২০ অগস্ট পর্যন্ত সময়সীমায় শুধুমাত্র শিয়ালদহ স্টেশনে বিনা টিকিটের যাত্রীদের থেকে জরিমানা-বাবদ ১ কোটি ৩ লক্ষ টাকা আদায় করা হয়েছে। গত ২০ দিনে বিনা টিকিটে শিয়ালদহ স্টেশনে ধরা পড়েছেন অন্তত ৪০ হাজার যাত্রী।

    অর্থাৎ দিনে গড়ে ২ হাজারের বেশি। পূর্ব রেলের বাণিজ্য বিভাগ যথাযথ ভাবে টিকিট না কেটে ট্রেনে চাপার এই মানসিকতায় চিন্তিত। যদিও বিনা টিকিটের যাত্রীদের থেকে ন্যূনতম ২৫০ টাকা জরিমানা হিসেবে আদায় করা হয়। এর ফলে রেলের ‘লক্ষ্মীলাভ’ ভালো হয়।

    সংস্থা জানাচ্ছে, ২০২৩-এর ১ অগস্ট থেকে ২০ অগস্ট সময়সীমায় শিয়ালদহে ৩৫ হাজার বিনা টিকিটের যাত্রী ধরা পড়েছিলেন। এক বছরে এখানে বিনা টিকিটের যাত্রীর সংখ্যা ১৬ শতাংশ বেড়েছে। জরিমানা হিসেবে আদায় করা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় ১৪ শতাংশ।

    পূর্ব রেলের তরফ থেকে যাত্রীদের কাছে অনুরোধ করা হয়েছে যথাযথ টিকিট কেটে সসম্মানে ট্রেনে ভ্রমণ করার জন্য।
  • Link to this news (এই সময়)