• 'অরিজিৎ ছেলেটি ভালো...কিন্তু বিবেক শুধু বাংলায় জাগে', তোপ কুণালের
    এই সময় | ৩০ আগস্ট ২০২৪
  • আরজি কর কাণ্ড নিয়ে গত কয়েকদিন ধরেই পথে নেমে প্রতিবাদ করছেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে, সমাজের সমস্ত স্তরের মানুষ। তাঁদের সঙ্গে প্রতিবাদে সামিল শিল্পী-বুদ্ধিজীবীরা। প্রতিবাদ জানাতে 'আর কবে' বলে একটি গানও বেঁধেছেন অরিজিৎ সিং। কিন্তু কেন শুরু বাংলার ক্ষেত্রেই 'বিবেক জাগে'? এবার সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।শুক্রবার তিনি এক্স হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে লেখেন, 'অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভালো। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিজগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?' কুণালের পোস্টে সুক্ষ্ম খোঁচা স্পষ্ট, মনে করছে ওয়াকিবহাল মহল।

    আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় বিভিন্ন সময় নিজের মতামত প্রকাশ করেছেন গায়ক অরিজিৎ সিং। তিনি গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি গান ধরেন-'আর কবে'। গানে গানেই প্রতিবাদ জানিয়েছেন শিল্পী।

    আরজি করের ঘটনার পর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বিস্তর ভাইরাল হয়েছিল। যেখানে অরিজিৎ সিংয়ের ছবি ব্যবহার করে লেখা হচ্ছিল, 'সাত দিন সময় নিচ্ছি। তারপরে পথে নামব।' কিন্তু সেই সময়সীমা পার হওয়ার আগেই গায়ক জানিয়েছিলেন, তিনি পথে নেমে প্রতিবাদ করলে বিশৃঙ্খলা হতে পারে। সেলফি চাওয়ার ধুম পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন অরিজিৎ সি। যাঁরা রাগাচ্ছেন, তাঁদের কথায় না রাগার পরামর্শ দিয়েছিলেন গায়ক। সঙ্গে তাঁর সতর্ক সংযোজন, 'আমি পথে নামব কিনা তা নিয়ে রাজনীতি করার কোনও মানে নেই।'

    উল্লেখ্য, অতীতে সাক্ষী মালিক কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন। আরজি করের ঘটনায় প্রতিবাদের ঢল নামলেও সেক্ষেত্রে কেন চুপ ছিলেন অনেকেই? তা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ।
  • Link to this news (এই সময়)