• 'বিবেক জাগে শুধু বাংলায়...', এবার কুণালের তোপে অরিজিৎ সিং
    আজ তক | ৩০ আগস্ট ২০২৪
  • আরজি করের ঘটনায় ন্যায়বিচার চেয়ে গান গেয়েছেন অরিজিৎ সিং। সোশ্যাল মিডিয়ায় সেই গান ভাইরাল হচ্ছে। এমনই পরিস্থিতিতে গায়ককে নিয়ে কড়া সমালোচনা করলেন কুণাল ঘোষ। পাল্টা প্রশ্ন তুলে তৃণমূল নেতা বললেন, 'বিবেক জাগে শুধু বাংলায়'। মহারাষ্ট্রের বদলাপুরে প্রাইমারী স্কুল ছাত্রীদের নির্যাতনের ঘটনায় অরিজিৎ সিং কেন গান করছেন না, তাই নিয়ে পাল্টা প্রশ্ন তুললেন কুণাল ঘোষ।

    ঠিক কী লিখেছেন কুণাল?

    শুক্রবার(৩০ অগাস্ট) এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, 'অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভালো। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি।'

    এরপরেই অরিজিতের সমালোচনা করে কুণাল লেখেন, 'কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়।'

    মহারাষ্ট্রের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, '...বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে।'

    কুণাল তোপ দেগে বলেন, 'কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিজগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?'

    দেখুন কুণালের পোস্ট:

    লাইভে এসে গান গেয়েছিলেন অরিজিৎ

    সোমবার রাতে লাইভে এসেছিলেন অরিজিৎ সিং। সেখানেই আরজি করের ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করেন গায়ক।  

    তিনি জানান, চিকিৎসকের মৃত্যুর এই ঘটনা কিছুতেই মাথা থেকে বের করতে পারছিলেন না তিনি। অরিজিৎ বলেন, 'এই বিষয়টা আমার রাজ্যে, আমার দেশে, আমার বাড়িতে… আমার মতো অনেকের কাছেই আওয়াজটা পৌঁছেছে। আমরা যে আওয়াজ তোলা শুরু করেছি, তা বন্ধ করা চলবে না। একটা স্বচ্ছতা রাখতে হবে। মানুষের বিশ্বাস ভেঙে যাচ্ছে। সব মিডিয়াকে আজকাল বিশ্বাস করতে পারি না আমরা। তারওপর এটা। খুব হেল্পলেস। আমি চাইলেই আপনাদের মতো রাস্তায় নামতে পারি না।'

    এরপরেই আরজি করের নির্যাতিতাকে নিয়ে তাঁর লেখা গান করেন তিনি। ‘আর কবে’ গানের মাধ্যমে ন্যায়বিচারের দাবি তোলেন গানের সুরে। 
  • Link to this news (আজ তক)