সংবাদদাতা, ময়নাগুড়ি: তৃণমূলের বুথ সভাপতিকে মারধর করার অভিযোগ স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে আজ, শুক্রবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে। গতকাল সন্ধ্যায় খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের ১৬১ নম্বর বুথের সভাপতি শ্যামাপদ বিশ্বাস দলীয় মিছিল শেষ করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তিনজন যুবক তাঁর পথ আটকায় বলে অভিযোগ। তাঁর কাছে মদ খাওয়ার টাকাও দাবি করে। এই ঘটনার প্রতিবাদ করলে বুথ সভাপতিকে অভিযুক্ত যুবকরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থলে যায় পুলিস। ওই ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক বলে পুলিস সূত্রে খবর। মারধরের ঘটনায় গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের বাবলু রায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন।