• কলকাতা পুরসভার অধিবেশনে ব্যানার হাতে বাম-কং কাউন্সিলরদের স্লোগান, অধিবেশন বয়কট বিজেপির
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডের উত্তাপ এবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনেও। আজ, শুক্রবার বাম এবং কংগ্রেস কাউন্সিলররা ব্যানার হাতে স্লোগান তোলেন। মেয়রের ঘরের বাইরে প্রতীকী বিক্ষোভ দেখান। মিনিট দুয়েক মেয়রের ঘরের বাইরে দাঁড়িয়ে স্লোগানও দেন বাম কাউন্সিলর নন্দিতা রায়, মধুছন্দা দেব এবং কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক। চেয়ারপার্সন মালা রায়ের ঘরের সামনেও বিক্ষোভ দেখান তাঁরা। পরে প্রতিবাদী ব্যানার গলায় ঝুলিয়ে অধিবেশন কক্ষে প্রবেশ করেন। মৃতা চিকিৎসকের মৃত্যুতে শোকপ্রস্তাবের দাবি তোলেন বাম, কংগ্রেস এবং বিজেপি কাউন্সিলররা। সেই দাবি মেনে কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে মৃতা চিকিৎসকের জন্য শোকজ্ঞাপন করা হয়। এক মিনিটের নীরবতা পালন করেন উপস্থিত সকলেই। এরপরই আজকের সভা মুলতবি করার দাবি তোলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তবে সেই দাবি মানতে রাজি হননি আজকের মাসিক অধিবেশনের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান অরূপ চক্রবর্তী। ফলে চেয়ারম্যানের সঙ্গে বিজেপি কাউন্সিলরদের বাগবিতণ্ডা শুরু হয়। পাশাপাশি বচসা হয় তৃণমূল কাউন্সিলারদের সঙ্গেও। অধিবেশন কক্ষের ভিতরে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান তোলেন বিরোধীরা। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির দুই কাউন্সিলর বিজয় ওঝা এবং সজল ঘোষ। শেষে স্লোগান দিতে দিতে বেরিয়ে যান তাঁরা। আজকের অধিবেশন বয়কট করে বিজেপি। তবে বাম এবং কংগ্রেস কাউন্সিলররা প্রতিবাদ জানালেও তাঁরা অধিবেশন বয়কট করেননি।
  • Link to this news (বর্তমান)