• প্রেসক্রিপশনে 'জাস্টিস ফর আরজি কর' , ' প্রতিবাদ' ডাক্তারবাবুর
    এই সময় | ৩০ আগস্ট ২০২৪
  • প্রেসক্রিপশনে UCG, USG, রক্ত পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছিলেন ডাক্তারবাবু। ওই প্রেসক্রিপশন লেখা ছিল বেশ কিছু ওষুধের নামও। কিন্তু রোগীর চোখ আটকেছিল প্রেসিক্রিপশর কোনে লাল রঙে ইংরেজিতে লেখা 'উই ওয়ান্ট জাস্টিস' কথাটায়। সঙ্গে বাংলায় প্রতিবাদী শব্দ, 'আরজি কর: বিচার চাই/অপরাধ চক্রের বিনাশ চাই'। আর এই ব্যতিক্রমী প্রেসক্রিপশন দেখে মৃদু হাসি ফুটল তরুণী রোগীর ঠোঁটে। শরীর আর সমাজের 'রোগ'-একসঙ্গে তাড়াতে চাইছেন ডাক্তারবাবু। 'ক্ষতির তো কিছু নেই!' জানাচ্ছেন রোগীরাই।আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সরব সমাজের সমস্ত মহল। দোষীদের শাস্তি এবং নারী নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সরব চিকিৎসক, উকিল, অভিনেতা থেকে শুরু করে সব স্তরের মানুষ। বহু ডাক্তার কর্মবিরতির পথে হেঁটেছেন। কিন্তু এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদের জন্য অভিনব পন্থা বেছে নিলেন রায়গঞ্জের ডাক্তারবাবু দেবব্রত রায়।

    হাসপাতাল রোডে নিজের বাড়িতেই ক্লিনিক চালান এই জেনারেল ফিজিশিয়ান। বুধবার থেকে তিনি প্রেসক্রিপশনে 'উই ওয়ান্ট জাস্টিস' লেখা স্ট্যাম্প সাঁটাচ্ছেন। দাবি, আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তি। আর এই অভিনব প্রতিবাদের পন্থা নিয়েই শুরু হয়েছে চর্চা। রোগীরাও ডাক্তারবাবুর প্রেসক্রিপশনে প্রতিবাদ জানানোর পন্থা সাদরে গ্রহণ করছেন এবং তাঁর পাশে দাঁড়িয়েছেন।

    চিকিৎসক দেবব্রত রায় বলেন, 'বহু চিকিৎসক প্রতিবাদ করছেন নিজের মতো করে। রোগী দেখা বন্ধ করলে বহু মানুষ বিপদে পড়তে পারেন। তাই প্রেসক্রিপশনে এভাবে স্ট্যাম্প সাঁটিয়ে বিচার চাইছি। এই ঘটনায় শিউরে উঠেছিলাম। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাই এই নিঃশব্দ প্রতিবাদ।'

    ডাক্তারবাবুর বিশেষ প্রেসক্রিপশন প্রসঙ্গে এক রোগী তাপস রায় বলেন, 'বাবাকে দেখাতে নিয়ে এসেছিলাম চিকিৎসক দেবব্রত রায়ের কাছে। তিনি প্রেসক্রিপশনে প্রতিবাদী স্ট্যাম্প দিয়েছেন। আমরা তাঁর পাশে রয়েছি। এই ধরনের নৃশংস ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তি হওয়াই উচিত।' দীক্ষা চৌহ্বান নামে অন্য এক রোগি বলেন, 'আমিও একজন মেয়ে। ডাক্তারবাবু প্রতিবাদের যে পন্থা বেছে নিয়েছেন তা প্রশংসার যোগ্য। চিকিৎসা বন্ধ রাখলে বহু মানুষ সমস্যায় পড়তেন। এভাবে তাঁর বার্তা রোগী এবং তাঁর পরিবারের পাশাপাশি সমাজের সমস্ত স্তরে ছড়িয়ে পড়বে।’

    শুধু চিকিৎসক দেবব্রত রায় নন, রায়গঞ্জের উকিল পাড়াতেও একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসকরা প্রেসক্রিপশনে একইরকমভাবে 'জাস্টিস ফর আরজি কর' স্ট্যাম্প দিয়ে আরজি করের ঘটনার প্রতিবাদ করছেন।
  • Link to this news (এই সময়)