দুর্গাপুর ব্যারেজের উপরের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বেহাল রাস্তার প্রতিবাদে ও তা অবিলম্বে সারানোর দাবিতে দুর্গাপুর ব্যারেজের সামনে রাস্তা অবরোধ করল সিপিএম। স্মারকলিপি দেওয়া হল সেচ দফতরে। বাঁকুড়া থেকে দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল ও বর্ধমান, কলকাতায় যাতায়াতের অন্যতম রাস্তায় রয়েছে দুর্গাপুর ব্যারেজ।এই ব্যারেজের ওপর দিয়েই প্রতিদিন কয়েক হাজার বাস, ট্রাক ও ছোট গাড়ি যাতায়াত করে। বর্ষার আগে থেকেই ব্যরেজের ওপর থাকা সেতুর রাস্তার হাল বেহাল হয়ে পড়ে। মেরামতি না হওয়ায় সেতুর ওপরের রাস্তায় তৈরি হয় বড়বড় গর্ত। অভিযোগ, সেই গর্তে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
অবিলম্বে রাস্তা মেরামতির দাবিতে বর্ষা শুরু হওয়ায় আগেই সেচ দফতরে বিক্ষোভ দেখায় সিপিএম। চাপের মুখে সেচ দফতরের পক্ষ থেকে ইট, পাথর দিয়ে দিয়ে গর্ত বুজিয়ে রাস্তা সাময়িক মেরামতি করা হয়েছিল। কিন্তু বর্ষা শুরু হতেই যানবাহন চলাচলের জেরে ইট, পাথর উঠে গিয়ে রাস্তার অবস্থা আরও খারাপ বেহাল হয়ে যায়।
ব্যারেজের ওপরের রাস্তা সারানোর দাবিতে শুক্রবার সকালে অবরোধ করে বিক্ষোভ দেখান সিপিএমের কর্মী-সমর্থকরা। বিক্ষোভ দেখানো হয় সেচ দফতরেও। বিক্ষোভকারীদের দাবি, গত বছর জুলাই মাসে ওই রাস্তা মেরামতের ‘ওয়ার্ক অর্ডার’ বেরোলেও নানা টালবাহানায় এখনও সংস্কারের কাজ শুরুইঈ হয়নি। তার জেরেই দুর্ভোগ বাড়ছে শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।
অবিলম্বে রাস্তা মেরামত করা না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সিপিএমের নেতারা। বড়জোড়া বিধানসভার বিধাযক অলক মুখোপাধ্যায় জানান, ওই রাস্তা প্রতি বছরই হয় খারাপ হয়। বৃষ্টির জন্য মেরামতির কাজ শুরু করা যায়নি। পুজোর আগেই মেরামতির কাজ শুরু হবে।