• ধুবুলিয়ার কাছে লাইনচ্যুত ট্রেন! আসলে দুর্ঘটনা মোকাবিলার মহড়া
    এই সময় | ৩০ আগস্ট ২০২৪
  • এই সময়: শিয়ালদহ স্টেশনে, ডিভিশনের কন্ট্রোল রুমে ‘খবরটা’ প্রথম এসেছিল। বৃহস্পতিবার সকাল তখন সাড়ে ৯টা। ধুবুলিয়া স্টেশন অতিক্রম করার সময়ে লাইনচ্যুত হয়েছে ০৩২৯০ লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার স্পেশাল। প্রাথমিক ভাবে ২ জন যাত্রীর মৃত্যু খবর পাওয়া যাচ্ছে, গুরুতর জখম আহত ১০ জন।খবর পাওয়া মাত্র সক্রিয় হয়ে উঠলেন পূর্ব রেলের বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। পর পর কয়েকটা অ্যাক্সিডেন্ট রিলিফ মেডিক্যাল ট্রেন রওনা হলো দুর্ঘটনাস্থলে। শিয়ালদহ থেকে এগোল ১৪০ টনের একটি ক্রেনও।

    তবে দুর্ঘটনার ‘খবরটা’ সত্যি ছিল না। গোটা ব্যবস্থাটাই করা হয়েছিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের উদ্যোগে বিপর্যয় মোকাবিলার মহড়ার জন্য। সে জন্য ধুবুলিয়া স্টেশনের কাছে তৈরি করা হয় একটি ‘দুর্ঘটনাস্থল’-ও।

    সেখানে ট্র্যাকের উপর উল্টে ফেলা হয়েছিল একটি ইঞ্জিন। বাস্তবের দুর্ঘটনায় যা ঘটে, অবিকল তেমন দৃশ্য। একটা কামরার ওপর উঠে যাওয়া অন্য একটি কামরা থেকে ‘আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ’ দ্রুত শুরু করা হলো।

    সাম্প্রতিক কালে দেশের বিভিন্ন রেলওয়ে জ়োনে একের পর এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। অনেকেই মনে করেন, তাতে ভারতীয় রেলের সুরক্ষার প্রতি সাধারণ যাত্রীদের বিশ্বাসযোগ্যতায় ফাটল ধরেছে। এই পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলার জন্য রেলকর্মীদের সব সময়ের জন্য তৈরি রাখতে এমন মহড়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

    পূর্ব রেল জানিয়েছে, মহড়ায় আধুনিক যন্ত্র দিয়ে ট্রেনের সামান্য অংশ কেটে আটকে পড়া যাত্রীদের সহজে উদ্ধার করার প্রশিক্ষণ দেওয়া হয়। সে জন্য শক্তিশালী কাটার এবং অন্যান্য যন্ত্রের ক্ষমতা পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত এই মহড়া চলে।
  • Link to this news (এই সময়)