• তিস্তাপাড়ে ব্রাউন সুগার টানতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল সিভিক ভলান্টিয়ার
    হিন্দুস্তান টাইমস | ৩০ আগস্ট ২০২৪
  • ব্রাউন সুগারের নেশা করতে গিয়ে গ্রামবাসীদের কাছে হাতে নাতে ধরা পড়লেন এস সিভিক ভলান্টিয়ার। ঘটনা জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া এলাকার। অভিযুক্ত কিশোর রায়কে পুলিশের হাতে তুলে দিয়েছেন গ্রামবাসীরা। সঙ্গে সমীর মণ্ডল নামে স্থানীয় এক যুবককেও আটক করেছে পুলিশ।

    স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার পাহাড়পুরের বালাপাড়া এলাকায় তিস্তা নদীর পাড়ে কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। এর পর তাদের একজনকে ঘিরে ধরে জেরা শুরু করেন তাঁরা। জানা যায়, কিশোর রায় নামে ওই যুবক ব্রাউন সুগারের নেশা করতে তিস্তাপাড়ে এসেছে। তাঁর কাছ থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি মাদকের ট্যাবলেট। এর পর একই এলাকা থেকে সমীর মণ্ডল নামে এক স্থানীয় যুবককেও আটক করেন স্থানীয়রা। তাঁর কাছ থেকে ২৪টি নেশার ট্যাবলেট উদ্ধার হয়। খবর যায় কোতয়ালি থানায়। সেখান থেকে পুলিশ আধিকারিকরা এসে ২ জনকে আটক করে নিয়ে যান। জানা যায় ধৃত কিশোর রায় বানারহাট থানার সিভিক ভলান্টিয়ার।

    স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘সমাজে শান্তি - শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছায় পুলিশকে সহযোগিতা করার দায়িত্ব যারা নিয়েছেন তারাই যদি নেশাগ্রস্ত হয় তাহলে মানুষ কার ওপর ভরসা করবে? নেশা করতে ৬৫ কিলোমিটার দূরে চলে এসেছেন ওই যুবক। অবিলম্বে এই যুবককে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া উচিত।’

    জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খণ্ডেলওয়াল বলেন, ‘মাদক সেবনের অভিযোগে ২ জনকে পুলইস গ্রেফতার করেছে। তাদের মধ্যে কিশোর রায় নামে এক যুবক বানারহাট থানার সিভিক ভলান্টিয়ার। তাঁকে বেআইনি কাজের অভিযোগে ১৬ অগাস্ট থেকে বসিয়ে দেওয়া হয়েছিল। তাঁর কাছ থেকে প্রায় দেড় গ্রাম ব্রাউন সুগার পাওয়া গিয়েছে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)