• অতিবৃষ্টিতে চাষে ক্ষতি, পুজোর আগে ফুলের দামবৃদ্ধির আশঙ্কা চাষিদের
    এই সময় | ৩১ আগস্ট ২০২৪
  • পুজোর আগে অতিবৃষ্টিতে ফুল চাষে ক্ষতি। মাথায় হাত চাষিদের। পুজোর সময় ফুলের দাম বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। ফুলগাছ নষ্ট হয়ে যাওয়ায় প্রভূত ক্ষতির মুখে পড়তে হবে বলেই মনে করছেন হাওড়া জেলার চাষিরা।সামনেই গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো। তারপরেই রয়েছে বাঙালির শ্রেষ্ঠ দুর্গাপুজো। তার আগেই অতিরিক্ত বৃষ্টিতে ফুল চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। পুজোর আগে ফুল চাষে এই ক্ষতি হওয়ায় কার্যত মাথায় হাত ফুল চাষিদের। নিম্নচাপের জেরে গত কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কারণে ফুল চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ফুল চাষিদের মতে, অতিরিক্ত বৃষ্টির কারণে জল জমে প্রায় সব ফুল গাছের ক্ষতি হয়েছে। জবা, গাঁদা, অপরাজিতা, দোপাটি, গোলাপ ফুল-সহ বিভিন্ন প্রজাতির ফুলগাছ বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে। অতি বৃষ্টিতে ফুল গাছের গোড়া পচে গিয়ে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। কমছে ফুলের সংখ্যা।

    চাষিরা জানাচ্ছেন, আগে যেখানে গাছে ১০ হাজার ফুল হতো, সেখানে মাত্র ৪০০ ফুল হচ্ছে। হাওড়ার বাগনানের বাকুড়দহ গ্রামের ফুল চাষি তারাপদ মাইতি জানান, বৃষ্টিতে সব ফুল গাছেই ক্ষতি হয়েছে। এইসব গাছকে পরিচর্যা করে নতুন করে তৈরি করতে করতে দুর্গাপুজো এসে যাবে। তবে সেটা করার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান পাওয়া যাবে না। তিনি জানান, বৃষ্টিতে গোলাপ গাছে রোগ এসে গিয়েছে।

    আরেক ফুল চাষি পুলক ধারা বলেন, ‘বৃষ্টিতে আমার নিজের এক হাজার দোপাটি গাছের মধ্যে ৭০০ গাছ নষ্ট হয়ে গিয়েছে।’ তিনি জানান, প্রতি বছর যেভাবে ফুল চাষে ক্ষতি হচ্ছে, তাতে এবার পথে বসতে হবে অনেককেই। তাঁর মতে, পুজোর আগে ফুল গাছের যে ক্ষতি হয়েছে, সেটা সামাল দেওয়া মুশকিল হবে। ফুল চাষি শ্রীকান্ত মান্নার আশঙ্কা, ফুল গাছে যেভাবে ক্ষতি হয়েছে তাতে পুজোর সময় ফুলের দাম আবার বৃদ্ধি পাবে। তাঁর মতে, ধার দেনা করে ফুল চাষ করে প্রতিবছর যেভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে, তাতে বিকল্প চিন্তা ভাবনা করা ছাড়া আর উপায় নেই।
  • Link to this news (এই সময়)