আরজি কর সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞার সময়সীমা বৃদ্ধি
এই সময় | ৩১ আগস্ট ২০২৪
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো হল। আরও ১৫ দিনের জন্য মেয়াদ বৃদ্ধি করল কলকাতা পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা (পুরনো আইন অনুযায়ী ১৪৪ ধারা) বলবৎ থাকবে ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।কলকাতা পুলিশের একটি নির্দেশিকায় জানানো হয়েছে, আরজি কর সংলগ্ন এলাকায় পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েত করা যাবে না। কলকাতা পুলিশের তরফে জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে। বেলগাছিয়া রোড, জে কে মিত্র ক্রসিং, শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা থাকবে। বেলগাছিয়া রোডের উত্তর ও দক্ষিণের অংশেও এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর কয়েকদিনের মধ্যেই হাসপাতালে তাণ্ডব চালায় কয়েকজন দুষ্কৃতী। এরপর গত ১৮ অগস্ট থেকে সাতদিনের জন্য বেআইনি জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ২৪ অগস্ট সেই মেয়াদ শেষ হলে ফের এক সপ্তাহের জন্য বেআইনি জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার একেবারে টানা ১৫ দিনের জন্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা জারি করা হল।
আরজি কর কাণ্ডের পর থেকেই বিভিন্ন জায়গায় এই ঘটনার প্রতিবাদে মিটিং-মিছিল, প্রতিবাদ সভার আয়োজন করা হচ্ছে। গত ১৪ অগস্ট আরজি কর কাণ্ডের প্রতিবাদে ‘রাত দখল’ নামক একটি কর্মসূচির আয়োজন করা হয় শহরের বিভিন্ন প্রান্তে। সেদিন মাঝ রাতেই আরজি কর হাসপাতালে কিছু বহিরাগত দুষ্কৃতী ঢুকে তাণ্ডব চালায়। হাসপাতালের বহু মূল্যবান মেশিন, আসবাব ভাঙচুর করা হয়। আহত হন একাধিক পুলিশ কর্মীও।
পরিস্থিতি সামাল দিতে আরজি কর সংলগ্ন এলাকায় ১৬৩ নম্বর ধারা প্রয়োগ করে পুলিশ। সেই নিষেধাজ্ঞার সময়সীমা এবার আরও কিছুদিনের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল পুলিশের তরফে। নতুন করে আরজি কর চত্ত্বরে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।