• এই প্রথম আন্তঃরাজ্য মহিলা ফুটবল মালদহে
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: এই প্রথম আন্তঃরাজ্য মহিলা ফুটবল টুর্নামেন্টের আসর বসতে চলেছে মালদহ জেলায়।  মালদহ ডিএসএ স্টেডিয়ামে ২ সেপ্টেম্বর থেকে হচ্ছে সাব-জুনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫। মোট সাতটি রাজ্য এই প্রতিযোগিতায় অংশ নেবে। শুক্রবার এবিষয়ে সাংবাদিক সম্মেলন করেন ডিএসএ’র (ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন) সাধারণ সম্পাদক তথা ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, ২ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সাব জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতার আসর বসবে। সাতটি রাজ্য এই প্রতিযোগিতায় খেলবে। এই টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যায়ের খেলা হবে এখানে। ফাইনাল ম্যাচটি হবে বহরমপুরে। এই প্রতিযোগিতায় অংশ নেবে ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, মেঘালয়, পঞ্জাব, গুজরাত, বিহার ও কর্ণাটক। মালদহ স্টেডিয়ামে ২ সেপ্টেম্বর সকাল ন’টায় চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হবে। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে মেঘালয় ও বিহার।  ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন সূত্রে খবর, ২, ৪ এবং ৬ সেপ্টেম্বর ‘বি’ গ্রুপের ম্যাচ আয়োজিত হবে। প্রতিদিন দুটি করে খেলা হবে। প্রথম ম্যাচ সকাল ন’টা থেকে। দ্বিতীয়টি হবে বিকেল তিনটায়। একইভাবে ৩, ৫ এবং ৭ সেপ্টেম্বর গ্রুপ ‘ডি’র ম্যাচ হবে। প্রতিদিন একটি করে খেলা হবে। গ্রুপ ডি’-তে রয়েছে ঝাড়খণ্ড, পঞ্জাব ও মহারাষ্ট্র। 
  • Link to this news (বর্তমান)