• লালবাজার অভিযানের ডাক আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের, বিনীত গোয়েলের পদত্যাগ দাবি
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার লালবাজার অভিযানের ডাক দিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। মূলত কলকাতা পুলিসের নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতেই এই লালবাজার অভিযানের ডাক বলে জানা গিয়েছে। সূত্রের খবর আগামী ২ সেপ্টেম্বর এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি ৩ সেপ্টেম্বর বাংলার সব সরকারি-বেসরকারি এবং প্রাইভেট চেম্বারের চিকিৎসকদেরও কর্মবিরতিতে সামিল হওয়ার আহ্বানও জানালেন তাঁরা। তবে এই কর্মসূচি সম্পর্কে এখনও বিশদে কিছুই জানাননি আর জি করের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকররা।


    আজ, শুক্রবার ২২ দিনে পড়ল জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন। লাগাতার কর্মবিরতি চলছে তাঁদের। মূলত, পাঁচদফা দাবিতে তাঁদের আন্দোলন। সেই পাঁচদফার মধ্যে অন্যতম হল আর জি করের মৃতা চিকিৎসকের সুবিচার। অপরটি হল কলকাতা পুলিসের নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ। এছাড়া দাবি করা হয়েছে, আর জি কর-এর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে স্বাস্থ্যভবনের পক্ষ থেকে সাসপেন্ড করতে হবে। কারণ হিসেবে জানা গিয়েছে, ১৪ আগস্ট রাত দখলের রাতে আর জি করে বহিরাগত দুষ্কৃতীদের হামলার ঘটনাটি ঘটে। জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, ওই দিন হামলার সময় পুলিস তাঁদের কোনওরকম নিরাপত্তা না দিয়ে কার্যত পালিয়ে গিয়েছিল। হাসপাতালের নার্সরাও অভিযোগ করেছিলেন, বিভিন্ন ওয়ার্ডে পুলিস কর্মীরা ঢুকে পড়েছিলেন নিজেদের বাঁচাতে। সেই ঘটনায় ব্যর্থতার দায় নিয়েই বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)