নীল জামায় কে? চাদরের ওপারে কারা? RG করের ছবির রহস্য ‘ফাঁস’, তবে এটা ৪০ ফুট দূরে?
হিন্দুস্তান টাইমস | ৩১ আগস্ট ২০২৪
সাদা চাদর দিয়ে একটি জায়গা ঘিরে রাখা হয়েছে। আর সেই সাদা চাদরের ভিতরে আছে কয়েকজন। দু'পাশে আরও কয়েকজন দাঁড়িয়ে আছেন। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ইন্দিরা মুখোপাধ্যায় দাবি করেন যে ওই ছবিতে যাঁদের দেখা গিয়েছে, তাঁরা সকলেই পুলিশ বা ফরেন্সিক বিভাগের আধিকারিক। সেখান কোনও বহিরাগত ছিলেন না।
১) নীল ডোরা কাটা জামা: কলকাতা পুলিশের হোমিসাইড শাখার ওসি।
২) বোর্ডের কাছে একদম পিছনে সাদা জামা পরে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি হলেন গোয়েন্দা বিভাগের ভিডিয়োগ্রাফার।
৩) সাদা বোর্ডের একদম পাশেই দাঁড়িয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
৪) পুলিশ কমিশনারের ডানপাশে যে দু'জন দাঁড়িয়েছিলেন, তাঁরা হলেন ফরেন্সিক বিশেষজ্ঞ।
৫) পুলিশ কমিশনারের সামনেই ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা।
৬) সাদা কাপড়ের ঠিক ভিতরের দিকে যে মহিলা ছিলেন, তিনি হলে উইমেন্স গ্রিভ্যান্স সেলের ওসি।
৭) তাঁর ডানপাশে যিনি আছেন, তিনি হলেন ফরেন্সিক বিশেষজ্ঞ।
৮) তাঁর ডানপাশে আছেন টালা থানার মহিলা পুলিশকর্মী।
৯) আর একেবারে পিছনে আছেন আরও একজন ফরেন্সিক বিশেষজ্ঞ।
কিন্তু সাদা চাদর দিয়ে যে ‘কর্ডন’ করা আছে, সেটা দেখে তো মনে হচ্ছে না যে তরুণী চিকিৎসকের দেহ যেখানে ছিল, তার ৪০ ফুট পর্যন্ত অংশ কর্ডন । তিনি জানিয়েছেন, দুটি 'কর্ডন' ছিল। একটি 'কর্ডন' ছিল ৪০ ফুট দূরে। আর সেটা ‘কর্ডন’ করা অংশের মধ্যে আরও একটি জায়গা ‘কর্ডন’ করা হল। এখন যে ছবিটা ভাইরাল হয়েছে, সেটা ওই ভিতরের ‘কর্ডন’-র জায়গা।
কলকাতা পুলিশের ডিসি ।
আরও পড়ুন: Kolkata Police on Sanjay's bike registration: কমিশনারের নামে নথিভুক্ত বাইকই চালাত সঞ্জয়, স্বীকার পুলিশের, তবে…..