• 'নিরাপত্তা বিপন্ন', দুর্গাপুজোর শপিংয়ে 'পেপার স্প্রে', 'অ্যালার্ম কি চেইন' কিনে VIRAL ইনফ্লুয়েন্সার
    আজ তক | ৩১ আগস্ট ২০২৪
  • দুর্গাপুজোয় আর নয় শাড়ি, 'পেপার স্প্রে', 'অ্যালার্ম কি চেইন' থাকুক শপিং লিস্টে। প্রশ্ন উঠছে যখন নিরাপত্তার,  তখন আত্মরক্ষায় অস্ত্র হিসেবে এগুলোই থাকুক প্রতিটি মেয়ের কাছে। এমনই বার্তা দিলেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সর শ্রেয়সী বিশ্বাস। ইতিমধ্যে ভাইরাল তাঁর রিল।

    গত ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতেল খুন ও ধর্ষণ হতে হয় তরুণী চিকিৎসককে। তারপর থেকেই দিকে দিকে গর্জে উঠেছেন সাধারণ মানুষ। প্রতিদিনই পথে নেমে প্রতিবাদ করছেন বিভিন্ন মহলের, ভিন্ন স্তরের মানুষেরা। তরুণীর বিচারের দাবি, মহিলাদের নিরাপত্তার দাবি। এঁর আঁচ পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। এই সামাজিক মাধ্যমেরই ইনফ্লুয়েন্সর শ্রেয়সী বিশ্বাসের বার্তা, আসন্ন দুর্গাপুজোয় মেয়েরা আত্মরক্ষার অস্ত্র রাখুক তাদের শপিং লিস্টে। 

    তিনি বলেন, "যেখানে মেয়েদের মা বলা হয় আর দেবীর পুজো করা হয় সেখানে মেয়েদেরই নিরাপত্তা বিপন্ন। এখন মনে হচ্ছে পুজোয় জামাকাপড় কেনার থেকে এসবই কিনতে হবে।" তিনি লেখেন, "বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রে। মহিলারা বর্তমান নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে। পাবলিক এবং প্রাইভেট উভয় জায়গায়।" তাঁর এই বার্তাটি সেই রূঢ় বাস্তবতাকে তুলে ধরে যা শহরের এবং সারা দেশে মহিলাদের প্রতিদিন মুখোমুখি হতে হয়।

    ৭.৬ লক্ষেরও বেশি ভিউ প্রায় ৭৭ হাজার লাইক এসেছে এই ভিডিওয়। হু হু করে শেয়ার হয় পোস্টটি। আর জি কর কাণ্ডের পর দেশ জুড়ে মহিলাদের নিরাপত্তাহীনতার বিষয়টি আবারও প্রশ্নের মুখে ফেলেছে।
  • Link to this news (আজ তক)