নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: জাতীয় সড়কে বেপরোয়া লরির ধাক্কায় বধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর স্বামী ও কন্যা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার রাতে শান্তিপুরে ১২ নম্বর জাতীয় সড়কে এঘটনা ঘটেছে। মৃত বধূর নাম দেবিকা রায়। পুলিস ঘটনার তদন্তে নেমে ঘাতক লরি ও তার চালককে আটক করেছে। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
পুলিস জানিয়েছে, ওই বধূ শান্তিপুর থানা এলাকার সূত্রাগড়ের লঙ্কাপুকুর লেনের বাসিন্দা ছিলেন। স্বামী সমীর রায় এবং একমাত্র মেয়ের সঙ্গে থাকতেন। বৃহস্পতিবার রাতে তাঁরা কৃষ্ণনগর থেকে বাড়ি ফিরছিলেন। ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে বাইকে আসার সময় পাঁচপোতার কাছে ওই পরিবার দুর্ঘটনার কবলে পড়ে।
ওই এলাকায় পাট বোঝাই একটি লরি বেপরোয়া গতিতে এসে সমীরবাবুর বাইকে সজোরে ধাক্কা মারে। তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনা দেখে স্থানীয়রা ছুটে আসেন। তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা দেবিকা রায়কে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্বামী ও কন্যার আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালেই চিকিৎসা চলছে। দুর্ঘটনার পরই পুলিস তদন্ত শুরু করে। ঘাতক লরি ও সেটির চালককে পুলিস আটক করেছে।দুর্ঘটনার খবর পেয়ে রাতেই শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী হাসপাতালে পৌঁছন। তিনি ওই পরিবারের পাশে থাকার এবং সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। (ছবি