• ধানতলায় গ্রেপ্তার ২ সাইবার প্রতারক
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: সাইবার অপরাধের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের সাফল্য পেল রানাঘাট পুলিস জেলা। ধানতলা থানা এলাকায় অভিযান চালিয়ে দুই সাইবার প্রতারককে গ্রেপ্তার করে সাইবার ক্রাইম থানার পুলিস। ধৃতদের নাম সৌরভ বিশ্বাস ও আবির মিত্র। তাদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ সহ একাধিক কাগজপত্র উদ্ধার করেছেন তদন্তকারীরা। ধৃতরা রানাঘাটের ধানতলা থানা এলাকার কুশবেড়িয়া এলাকার বাসিন্দা।  সম্প্রতি, গোপন সূত্রে অভিযুক্তদের হদিশ পান তদন্তকারীরা। সেইমতো বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালায় পুলিস। মূলত চাকরি দেওয়ার নাম করে টোপ ফেলা ও তারপর ফাঁদে পা দেওয়া ব্যক্তিদের থেকে টাকা হাতিয়ে নেওয়াই ধৃতদের কাজ ছিল। তাদের কাছ থেকে একাধিক পাশবুক, এটিএম কার্ড উদ্ধার হয়েছে। সেগুলি খতিয়ে দেখার পর প্রতারণা করে আদায় করা টাকার লেনদেনের হদিশ মেলার সম্ভাবনা রয়েছে। আপাতত হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। তাদের প্রতারণার জাল কতদূর বিস্তৃত, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। • নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)