নিজস্ব প্রতিনিধি, আসানসোল: একদিনের মধ্যেই পুলিস জামুড়িয়া থানার ডোবরানায় রহস্যজনক চুরির ঘটনার কিনারা করল। বুধবার সকালে ডোবারানা গ্রামের বাসিন্দা ইসিএলে কর্মী সম্পদ ঘোষের বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা ও রুপোর গয়না লুটের অভিযোগ সামনে আসে। সম্পদবাবুর বড় ছেলে মিলন ঘোষ জানান, অব্যবহৃত কমোডের ফ্ল্যাশ বক্সে গয়নাগুলি লুকিয়ে রাখা ছিল। তা চুরি করেছে চোর। পুলিস তদন্তে নেমে প্রতি পদে বাড়ির লোকদের কথায় অসঙ্গতি পায়। এরপর পুলিস জোরকদমে তদন্ত করে। বাড়ির অদূরে বাঁশঝাড় থেকে খোয়া যাওয়া বিপুল পরিমাণ সোনা ও রুপোর গয়না উদ্ধার হয়। পুলিস গয়না উদ্ধার করলেও তদন্ত আর এগিয়ে নিয়ে যেতে চায় না পরিবার। এমনই মুচলেকা দিয়ে সোনা ও রূপো নিয়ে বাড়ি এসেছেন সম্পদ ঘোষ।
মিলন ঘোষ বলেন, চুরি যাওয়ার সামগ্রী পাওয়া গিয়েছে। বাড়ির কাছেই তা পাওয়া গিয়েছে। তাই আমরা আর এনিয়ে তদন্ত চাই না।