মেদিনীপুর মেডিক্যালে তিনশোর বেশি সিসি ক্যামেরা বসানো হবে
বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা, মেদিনীপুর: পড়ুয়াদের নিরাপত্তাই শেষ কথা। তাই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩০০টির বেশি সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের কাছে সিসি ক্যামেরা ও পর্যাপ্ত নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করার আর্জি জানিয়েছে মেডিক্যাল কর্তৃপক্ষ। সেখানকার আধিকারিকরা জানান, পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। ইতিমধ্যে পড়ুয়াদের সঙ্গেও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।এদিন মেডিক্যালের প্রিন্সিপাল মৌসুমী নন্দী বলেন, পর্যাপ্ত সংখ্যায় সিসি ক্যামেরা বসাতে বলা হয়েছে। পড়ুয়াদের নিরাপত্তা সবার আগে। তাই সর্বক্ষণ মনিটরিং করা হচ্ছে।মেডিক্যাল সূত্রে খবর, বিশেষ করে রাতের শিফটে কাজ করা মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একারণে ‘রাতের সাথী- হেল্পার্স অফ দ্য নাইট’ নামে একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম চালু হয়েছে। মেডিক্যাল কর্তৃপক্ষ সেফটি কমিটি, হোস্টেল কমিটি নতুনভাবে গঠন করার পরিকল্পনা নিয়েছে। পড়ুয়াদের বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছে তারা।মেডিক্যালের এক পড়ুয়া বলেন, আরও নিরাপত্তা প্রয়োজন। খুব তাড়াতাড়ি পদক্ষেপ না করা হলে ফের আন্দোলনে নামা হবে। তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হেনস্থার অভিযোগ উঠে। ওই ঘটনায় টিএমসিপি নেতা মুস্তাফিজুর রহমান মল্লিককে নিয়ে এদিন আলোচনা হয়। নির্দেশ দেওয়া হয়, স্মারকলিপি দেওয়া আবাসিক চিকিৎসকদের দাবি অনুযায়ী কলেজ কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রবেশ করতে পারবেন না ছাত্র নেতা। এই নিয়ে তৃণমূলের ছাত্র পরিষদের নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারপর এদিনই এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রনেতা তাঁর কাজেই বহাল থাকবেন। এদিন ছাত্র নেতা মুস্তাফিজুর রহমান মল্লিক বলেন, মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ নির্দেশিকা প্রত্যাহার করে নিয়েছে।