নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: শুক্রবার ভোরে ঝাড়গ্রাম স্টেশনে ট্রেনের এক যাত্রীর কাছ থেকে গাঁজা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় মহম্মদ ভাকিল আহমেদ নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি উত্তরপ্রদেশের এলাহবাদ জেলায়। তার কাছ থেকে ৬ কেজি ২৫৫ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে জিআরপি। ঝাড়গ্ৰাম জিআরপি থানার পুলিসের কাছে খবর আসে হাওড়াগ্ৰামী সম্বলেশ্বরী এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীর কাছে গাঁজা রয়েছে। সেই মতো পুলিস স্টেশনে পৌঁছয়। সম্বলেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে এসে থামলে পুলিস তল্লাশি শুরু করে। মহম্মদ ভাকিল আহমেদের সিটের নীচে ব্যাগের ভিতর তিনটি হলুদ প্লাস্টিকে গাঁজা রাখা ছিল। পুলিস তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃত জানিয়েছে, গাঁজার প্যাকেটগুলি সে ওড়িশার জয়পুর থেকে হাওড়ায় নিয়ে যাচ্ছিল। ঝাড়গ্ৰাম জিআরপি থানার এক অফিসার বলেন, গাঁজা পাচারের জন্য ঝাড়গ্ৰাম রেল শাখা ব্যবহার করা হচ্ছে। ঝাড়গ্ৰাম স্টেশনের উপর দিয়ে যাওয়া ট্রেনগুলিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গোপনসূত্রে খবর পেয়ে এদিন হাওড়াগ্ৰামী সম্বেলশ্বরী এক্সপ্রেসে অভিযান চালানো হয়েছিল। ৬ কেজির উপর গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে এদিন ঝাড়গ্ৰাম আদালতে তোলা হয়। পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।