• ধান বিক্রি হওয়ার তিনদিনের মধ্যেই চাষিদের অ্যাকাউন্টে দেওয়া হবে টাকা
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • সুখেন্দু পাল, বর্ধমান: ক্রয়কেন্দ্রে ধান বিক্রির পর কবে টাকা পাওয়া যাবে, তা নিয়ে চাষিরা চিন্তায় থাকেন। তারই সুযোগ ফড়েরা নেয়। তারা ধান কেনার কয়েক দিনের মধ্যেই চাষিদের টাকা দিয়ে দেন। দ্রুত টাকা পাওয়ার আশায় অনেক চাষি ফড়েদের দ্বারস্থ হয়। এই পরিস্থিতিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ধান বিক্রির তিন দিনের মধ্যেই চাষিদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। 


    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি জেলাতেই এবার ধান কেনার টার্গেট বাড়ানো হয়েছে। ২ নভেম্বর থেকে ধান কেনার জন্য ক্যাম্প চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার সিপিসির সংখ্যাও বাড়ছে। পূর্ব বর্ধমান জেলায় আরও ১০টি সিপিসি চালু করা হবে। প্রত্যন্ত গ্রাম থেকে ধান কেনার জন্য সঙ্ঘ এবং সমবায়গুলিকে কাজে লাগানোর সিদ্ধান্ত হয়েছে। কৃষকবন্ধু পোর্টালে নাম নথিভুক্ত থাকলে চাষিরা সহজেই ধান বিক্রির জন্য নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। অনথিভুক্ত বর্গাদাররাও ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করতে পারবেন। তবে তাঁদের জমি সংক্রান্ত স্ব-ঘোষণাপত্র দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। ফড়েদের দৌরাত্ম্য রুখতে এবারও একাধিক পদক্ষেপ সংশ্লিষ্ট দপ্তর নিয়েছে। চাষিদের নাম রেজিস্ট্রেশনের পর ই-কেওয়াইসি করা হবে। চাষিদের আঙুলের ছাপ বা চোখের মণি স্ক্যান করা হবে। আধার কার্ডে নথিভুক্ত মোবাইলে ওটিপি যাবে। চাষিরা বাড়ি থেকে ধান বিক্রির জন্য নাম রেজিস্ট্রেশন করতে পারেন। 


    খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি মরশুমে পূর্ব বর্ধমান জেলায় সবচেয়ে বেশি ধান চাষিদের থেকে কেনা হয়েছে। দ্বিতীয় স্থানে হুগলি জেলা রয়েছে। সামনের মরশুমেও ধান কেনার ক্ষেত্রে জোর দেওয়া হবে। এক সময় ফড়েদের থেকে ধান কেনার অভিযোগ উঠত। কিন্তু, বায়োমেট্রিক চালু হওয়ার পর তাদের দৌরাত্ম্য অনেকটাই কমে গিয়েছে। এক আধিকারিক বলেন, এবারও স্বনির্ভর গোষ্ঠীগুলি বিভিন্ন জায়গায় ক্যাম্প করে ধান কিনবে। এছাড়া অন্যান্য সংস্থাগুলিও ধান কিনবে। যেসব রাইসমিল  ধান কিনতে আগ্রহী তাদের কাছে আবেদন নেওয়া হচ্ছে। অনলাইনে আবেদন করা যাবে। 


    এদিন ধান কেনার প্রস্তুতি নিতে পূর্ব বর্ধমান জেলাপ্রশাসন বৈঠকে বসে। অতিরিক্ত জেলাশাসক সানা আখতার, ফুড কন্ট্রোলার মিঠুন দাস সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। খাদ্য ও সরবরাহ দপ্তরের আর এক আধিকারিক বলেন, চাষিরা এবারও সর্বাধিক ৯০ কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন। সরকারি জায়গায় ধান বিক্রির পর চাষিদের কোনও সমস্যা হয় না। তবে, টাকা পেতে কয়েক দিন সময় লাগে। এবার টাকাও তিন দিনের মধ্যে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।  
  • Link to this news (বর্তমান)