সংবাদদাতা বেলদা: বেলদা রেল স্টেশনে গাঁজা পাচারের সময় গ্রেপ্তার হল তিন যুবক। তাদের কাছ থেকে রেল পুলিস ১৯ কেজি গাঁজা উদ্ধার করেছে। রেল পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ডাউন বাঘাযতীন এক্সপ্রেসে তিন যুবক ভদ্রক থেকে বেলদা স্টেশনে নামে। আগে থেকেই রেল পুলিসের কাছে গাঁজা পাচারের খবর ছিল। তিনজনকে দেখে পুলিসের সন্দেহ হতেই তাদের আটক করে ব্যাগে তল্লাশি চালানো হয়। তিনটি ব্যাগে তল্লাশি চালিয়ে ১৯ কেজি গাঁজা উদ্ধার হয়।
পুলিস জানিয়েছে, ধৃতদের নাম মির্জা নাসির বেগ, মির্জা সুশীল বেগ, মির্জা বৈনুর বেগ। তিনজনই ভদ্রকের বাসিন্দা। ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, কোথায় পাচার করা হচ্ছিল, তার তদন্ত চালাচ্ছে রেল পুলিস। প্রসঙ্গত, গত সপ্তাহে একইভাবে বেলদা স্টেশন থেকে গাঁজা সহ হুগলির এক মহিলাকে গ্রেপ্তার করেছিল রেল পুলিস। উদ্ধার হয়েছিল সাত কেজি গাঁজা।-নিজস্ব চিত্র