• বহরমপুরে মহিলার নগ্ন ছবি দিয়ে পোস্টার, গ্রেপ্তার বৃদ্ধ
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মহিলার নগ্ন ছবি দিয়ে পোস্টার পড়ল বহরমপুরে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরের গোরাবাজার নিমতলা এলাকায়। পোস্টার সাঁটানোর অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম বিশ্বনাথ দত্ত। তার বাড়ি বহরমপুরের কাশিমবাজারের মিল্কিপাড়ায়। ধৃতকে শুক্রবার বহরমপুর জেলা আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, অনলাইনে ছবি ডাউনলোড করে পোস্টার সাঁটানো হয়েছে। আর জি করের ঘটনার পর রাজ্যজুড়ে মহিলাদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে এই ধরনের নগ্ন ছবি ও অশ্লীল কথার পোস্টার ঘিরে এলাকায় শোরগোল পড়েছে। নিমতলা এলাকার সাধারণ মানুষ সকালে এই পোস্টার দেখতে পেয়ে রীতিমতো আতঙ্কিত। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে বহরমপুর থানার পুলিসকে ফোন করে খবর দেন। পুলিস ঘটনাস্থলে গিয়ে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ডেপুটি পুলিস সুপার (ডি অ্যান্ড টি) সুশান্ত রাজবংশী বলেন, এদিন সকালে ওই পোস্টার ঘিরে এলাকায় একটু আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। আমরা খবর পেয়ে সেখানে পুলিস পাঠিয়েছিলাম। সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত এই ঘটনার কথা স্বীকার করেছে। কেন সে এই কাজ করল, সেব্যাপারে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির একটি জুতোর দোকান ছিল। বহু বছর আগে মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে তাঁকে জুতোর দোকানে আর বসতে দেওয়া হয় না। তাঁর ছেলে এখন সেই দোকান চালান। 
  • Link to this news (বর্তমান)