• শালতোড়ায় বিস্ফোরণে মৃত্যু
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শুক্রবার রাতে বাঁকুড়ার শালতোড়া থানা এলাকায় বাইকে ডিটনেটর জাতীয় বিস্ফোরক বহন করার সময় তা ফেটে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বাবলু মণ্ডল (৪২)। তার বাড়ি শালতোড়া থানার ঝনকা গ্রামে। এদিন ওই থানা এলাকার লাপাহাড়ী গ্রামের কাছে ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, শালতোড়া থানা এলাকায় বেশকিছু বেআইনি পাথর খাদান রয়েছে। সেইসব খাদানে পাথরের চাঁই ভাঙার জন্য ডিটোনেটর, ডিনামাইট, জিলেটিন স্টিক প্রভৃতি ব্যবহার করা হয়। ওইসব বিস্ফোরক সামগ্রী চোরাপথে আমদানির পর গোপন ডেরায় মজুত করা হয়। পরে তা রাতের অন্ধকারে খাদানে নিয়ে যাওয়া হয়। এদিন ওই বাইক আরোহী একটি ব্যাগে ওই জাতীয় সামগ্রী ভরে নিয়ে যাচ্ছিল। ওইসময় অন্ধকারে কোনওভাবে বাইকটি উল্টে যায়। ব্যাগের উপর চাপ পড়ার ফলে বিস্ফোরণ ঘটে।
  • Link to this news (বর্তমান)