নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: দুর্গাপুর ব্যারেজের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার বামেরা বিক্ষোভ দেখায়। এদিন বড়জোড়ার সিপিএম ও ডিওয়াইএফের নেতাকর্মীরা ব্যারেজে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন। এরফলে সাময়িক যানজটের সৃষ্টি হয়। এদিন বিক্ষোভকারীরা স্থানীয় সেচদপ্তরের অফিসে গিয়েও বিক্ষোভ প্রদর্শণ করেন। সিপিএম নেতা সুজয় চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরেই ব্যারেজের উপর কয়েকশো মিটার রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে। মাঝেমধ্যে ইটপাটকেল দিয়ে মেরামত করা হলেও যানবাহনের চাকার চাপে তা উঠে গিয়ে ফের খানাখন্দের সৃষ্টি হয়। বর্ষায় ওইসব খানাখন্দে জল জমে সমস্যার সৃষ্টি হয়েছে। অবিলম্বে রাস্তা আমূল সংস্কারের দাবিতে আমরা এদিন অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। বাঁকুড়া জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, রাস্তা মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।