• এবার বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় নেই বিদেশিরা
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, বহরমপুর: অগ্নিগর্ভ বাংলাদেশে উত্তাপের আঁচ এখনও থিতোয়নি। আর জি কর কাণ্ড নিয়ে উত্তাল এপার বাংলাও। দুইয়ের গেরোয় এই প্রথম মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে নদীপথে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতযোগিতায় কোনও বিদেশি সাঁতারু জলে নামছেন না। বাংলাদেশ, থাইল্যান্ড, মালেশিয়া, স্পেন থেকে সাঁতারুদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মূহূর্তে তাঁরা আয়োজকদের না আসার কথা জানিয়ে দিয়ে প্লেনের টিকিট বাতিল করেছেন। সুইমিং অ্যাসোসিয়েশন আয়োজিত ৭৮ তম সাঁতার প্রতিযোগিতায় এবার কেবলমাত্র আন্তর্দেশীয় প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। তবে আয়োজনে কোনও খামতি রাখেননি সুইমিং অ্যাসোসিয়েশনের কর্তারা। শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবেন্দ্রনাথ দাস বলেন, গতকাল রাতেও স্পেনের প্রতিযোগীদের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা চিঠিও পাঠিয়েছেন। এবার অলিম্পিকে অংশ নেওয়া স্পেনের প্রতিযোগীদের একটা বড় অংশের আসার কথা ছিল। কিন্তু তাঁরা আসতে পারছেন না। পরের বছরের জন্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ, মালেশিয়া, থাইল্যান্ডের প্রতিযোগরাও এবার আসছেন না।


    মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন ১৯৪৩ সাল থেকে ভাগীরথী নদীতে গর্বের সঙ্গে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে আসছে। আগামী ১ সেপ্টেম্বর ভোর পাঁচটায় আহিরণ ঘাট থেকে  ৮১ কিমি বিভাগে জলে ঝাঁপ দেবেন প্রতিযোগীরা। এই বিভাগে এবার বাংলা, মহারাষ্ট, বিহার ও ত্রিপুরার দুই মহিলা সহ ১০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। অন্যদিকে একই দিনে দুপুর দেড়টা নাগাদ জিয়াগঞ্জ সদর ঘাট থেকে ১৯ কিমি বিভাগে জলে নামছেন ৩৮ জন প্রতিযোগী। ১২ জন মহিলা প্রতিযোগী রয়েছেন। পশ্চিমবঙ্গ সহ ছ’টি রাজ্য থেকে প্রতিযোগীরা আসছেন। দুই বিভাগের প্রতিযগিতা শেষ হবে কুমার হস্টেল লাগোয়া ঘাটে। গত বছর ৮১ কিমি বিভাগে জলে নেমেছিলেন ২৪ জন প্রতিযোগী। ১৯ কিমি বিভাগে অংশ নিয়েছিলেন ৪৭ জন প্রতিযোগী। ১ সেপ্টেম্বর সন্ধ্যার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির থাকবেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। 


    সুইমিং অ্যাসোসিয়েশন পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেক প্রতিযোগীর সঙ্গে থাকবে লাইফ সেভিং বোট, লঞ্চ সহ রেসকিউ টিম। এছাড়া নদীতে ও ডাঙায় থাকবে মেডিক্যাল টিম। একাধিক জায়গায় থাকবে ট্রমা রেসকিউ টিম ও গাড়ি। দুই বিভাগের প্রত্যেক প্রতিযোগীর জন্য পাঁচ লক্ষ টাকা করে জীবন বিমা করিয়ে দিয়েছে আয়োজক সংস্থা। সুইমিং অ্যাসোসিয়েশন প্রধান উপদেষ্টা তথা তৃণমূল নেতা অশোক দাস বলেন, এই সাঁতার প্রতিযোগিতা সারা বিশ্বে মুর্শিদাবাদ জেলাকে চিনিয়েছে। সুইমিং অ্যাসোসিয়েশন বহু প্রতিকূলতার মধ্য দিয়েও নিরিবচ্ছিন্নভাবে প্রতিযোগিতা চালিয়ে আসছে। রাজ্য সরকার অ্যাসোসিয়েশনের পাশে আছে।
  • Link to this news (বর্তমান)