নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পানীয় জলের দাবিতে শুক্রবার কাউন্সিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন পুরুলিয়া শহরের ৫নম্বর ওয়ার্ডের নিমট্যাঁড়ের বাসিন্দারা। ওই ওয়ার্ডের কাউন্সিলার বিভাসরঞ্জন দাসকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, চলতি বছরে লোকসভা ভোটের প্রাক্কালে পুরুলিয়া পুরসভার তরফে বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়া হয়। তার জন্য দু’হাজার টাকা করে নেওয়া হয়। সংযোগ দেওয়ার পর কিছুদিন ট্যাপে জল আসে। তারপর থেকে জল আসা বন্ধ হয়ে যায়। প্রায় তিন মাস ধরে জল কষ্টে ভুগছে এলাকার ২৫০-র বেশি পরিবার। এদিন ওই এলাকায় কাউন্সিলার গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।
কাউন্সিলার বিভাসরঞ্জন দাস বলেন, এলাকার বাসিন্দাদের জলের একটা সমস্যা আছে। দীর্ঘদিন ধরেই তাঁরা জল পাচ্ছেন না। ক্ষোভের কথা তাঁরা আমাকে জানিয়েছেন। সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।