সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুরের একাধিক ঐতিহাসিক বাঁধ সংস্কার ও সৌন্দর্যায়নের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যের কাছে ডিপিআর চাইল। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের ঐতিহাসিক সাঁটি বাঁধের সংস্কার ও সৌন্দর্যায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলেন। এরপর চলতি সপ্তাহের মঙ্গলবার কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের তরফে ডিপিআর চেয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দেওয়া হয়েছে।
সৌমিত্র খাঁ বলেন, আমার লোকসভা কেন্দ্রের একাধিক প্রকল্পের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছি। আমার বিশ্বাস, আগামী দিনে সেসবও মঞ্জুর হবে। এব্যাপারে রাজ্য সরকারের সহযোগিতা প্রয়োজন। তাই আমি বলব, রাজনীতির ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়নের স্বার্থে কেন্দ্রের প্রকল্পে ছাড়পত্র দেওয়া হোক।
সাংসদ জানান, বিষ্ণুপুরের প্রকাশঘাটে দ্বারকেশ্বর নদে এবং সোনামুখীর রণডিহায় দামোদরে সেতু তৈরি, সোনামুখীর পানঘরে বাঁধ তৈরির প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর জলসম্পদ উন্নয়ন মন্ত্রকে পাঠানো হয়েছে। ওই সমস্ত প্রকল্প মঞ্জুরের বিষয়েও আমি খুব আশাবাদী।
এব্যাপারে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষ বলেন, আমাদের মুখ্যমন্ত্রী ঐতিহাসিক লালবাঁধের সৌন্দর্যায়ন করেছেন। যমুনাবাঁধেও পাড় বাঁধানো হয়েছে। তা সত্ত্বেও কেন্দ্রের প্রস্তাব রাজ্য সরকার নিশ্চয়ই বিবেচনা করবে।