• ঘোষপুকুরে নাবালিকা খুনে পুলিসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, সরব আদিবাসীরা
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, শিলিগুড়ি: ঘোষপুকুরে নিখোঁজ আদিবাসী নাবালিকার খুনের ঘটনায় পুলিসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হল ইউনাইটেড ফোরাম ফর আদিবাসী রাইটস। ওই ঘটনায় প্রকৃত দোষীকে না ধরে পুলিস মৃত নাবালিকার নির্দোষ কাকাকে গ্রেপ্তার করে হয়রানি করছে। এই অভিযোগে নবান্নে নালিশ জানাবে এই আদিবাসী সংগঠন। মৃতার কাকার মুক্তি ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে এসডিপিও, জেলাশাসক, পুলিস সুপারের দপ্তরেও ধর্নায় বসবে সংগঠনটি। তাদের  অভিযোগ, পুলিস চাইছে আর জি করের ঘটনার পর নতুন করে যাতে এই খুনের ঘটনাকে ঘিরে অশান্তির সৃষ্টি না হয়, তাই দ্রুত তদন্ত শেষ করার জন্য নিরাপরাধ মৃতার কাকাকেই গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন ওই আদিবাসী সংগঠনের আহ্বায়ক রাজকুমার কাশ্যপ। তিনি বলেন, নাবালিকা নিখোঁজ হওয়ার পর পুলিসের কাছে নিখোঁজের ডায়েরি করা হয়েছিল। কিন্তু পুলিস কোনও পদক্ষেপ করেনি। মৃতদেহ পাওয়ার পর পুলিস তৎপরতা দেখাল।  খুনের ঘটনা ধামাচাপা দিতে ও দ্রুত খুনের তদন্তের নিষ্পত্তি করতে নাবালিকার নিরাপরাধ কাকাকে গ্রেপ্তার করেছে পুলিস। এতে এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। মৃতার পরিবার ও এলাকাবাসীর দাবি, মৃতার কাকা এই খুন করেনি। প্রকৃত খুনি এখনও বাইরে রয়েছে। অবিলম্বে মৃতার কাকাকে মুক্তির দাবিতে এসডিপিও, জেলাশাসক, পুলিস সুপার এমনকী নবান্নতে আমরা দাবি জানাব। দার্জিলিংয়ের পুলিস সুপার প্রবীণ প্রকাশ বলেন, তদন্ত এখনও শেষ হয়নি। তদন্ত ঠিক মতো চলছে। উল্লখ্য, ১৭ বছরের ওই আদিবাসী নাবালিকার মৃতদেহ উদ্ধার হয় ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর অঞ্চলের গিরমিট লাইন চা বাগানে। গত ১৭ আগস্ট থেকে নাবালিকা নিখোঁজ ছিল। ২৬ আগস্ট তার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পর তদন্ত শুরু করে ঘোষপুকুর ফাঁড়ির পুলিস। 
  • Link to this news (বর্তমান)