• হাত বাড়ালেই পুলিস, তিন ফোন নম্বর দিয়ে প্রচার শুরু রায়গঞ্জে
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, রায়গঞ্জ: সাধারণ মানুষ বিপদে পড়লেই যাতে পুলিসের সাহায্য নিতে পারেন সেজন্য পদক্ষেপ করল রায়গঞ্জ পুলিস। রায়গঞ্জ পুলিস জেলার উদ্যোগে রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় পোস্টারের মাধ্যমে এই প্রচার শুরু হয়েছে। রায়গঞ্জ মেডিক্যাল, রেল স্টেশন চত্বর, ঘড়ি মোড়, বিদ্রোহী মোড়, বিবিডি মোড়, শিলিগুড়ি মোড় সহ একাধিক জনবহুল জায়গায় এই পোস্টার দেওয়া হয়েছে। সেখানে ওমেন হেল্পলাইন নম্বর ৮৩৭০৯৫৪৫৪৩, রায়গঞ্জ পুলিস স্টেশনের ০৩৫২৩২৫২৩৩৭ এবং কন্ট্রোল রুমের  ৯১৪৭৮৮৯১১৯ নম্বর দেওয়া হয়েছে।


    পুলিসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী। বাসিন্দাদের মতে, এই নম্বরগুলি প্রচারের ফলে খুব সহজেই সাধারণের মানুষ সেভ করে নিতে পারবেন। বিপদে পড়লে পুলিসেরসঙ্গে যোগাযোগ করতে সুবিধা হবে। তবে,  ফোন নম্বর দিয়ে প্রচার করলেই হবে না, সময়ে পদক্ষেপ নেওয়াও সমান গুরুত্বপূর্ণ।


    রায়গঞ্জের বাসিন্দা সুস্মিতা সান্যাল বলেন, রায়গঞ্জ শহরে আমার বেড়ে ওঠা। সেভাবে কখনও অসুরক্ষিত মনে হয়নি। কিন্তু আর জি করের ঘটনার পর নিরাপত্তা নিয়ে একটু সংশয় তৈরি হয়েছে। হেল্পলাইন নম্বর প্রচার করা ভালো উদ্যোগ।


    রায়গঞ্জের বিশিষ্ট শিক্ষক শুভ্রশঙ্কর নাগের মন্তব্য, আমাদের ভরসার জায়গা হল পুলিস। কিছু ঘটনায় আমরা পুলিসের উপর ক্ষোভ প্রকাশ করি। পাশাপাশি পুলিস এধরনের উদ্যোগ নিলে সত্যিই নিরাপদ মনে হয়। এভাবেই পুলিস এবং সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠুক। বিপদে পড়লে সাধারণ মানুষ দ্রুত সাহায্য পেলেই এই উদ্যোগ সফল হবে।


    জানা গিয়েছে, শহরে আরও বেশ কয়েকটি জায়গায় সিসি ক্যামেরা বসানো হচ্ছে। নিরাপত্তায় ফাঁক যেন না থাকে তাঁর জন্য টহলদারিও বাড়ানো হয়েছে। আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে রায়গঞ্জ মেডিক্যালেও। মহিলাদের সুরক্ষায় পুলিসের উইনার্স টিম ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। রায়গঞ্জ পুলিস জেলার এসপি সানা আক্তার বলেন, এই নম্বরগুলি আগে থেকেই ছিল। তবে সামাজিক মাধ্যমে সাধারণ মানুষ সেগুলি প্রচারের দাবি জানাচ্ছিলেন। সেজন্য শহরের বিভিন্ন জায়গায় পোস্টারের মাধ্যমে আমরা প্রচার করছি। রায়গঞ্জ শহরে প্রথম শুরু হয়েছে। এরপর রায়গঞ্জ পুলিস জেলার বিভিন্ন জায়গায় প্রচার করা হবে।  (পুলিস প্রশাসন থেকে শহরের বিভিন্ন প্রান্তে লাগানো হয়েছে এই ফ্লেক্স।-নিজস্ব চিত্র।)
  • Link to this news (বর্তমান)