• তৃণমূল কংগ্রেসের ডাকে বাণেশ্বর বাজার বন্‌ধ
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, দেওয়ানহাট: দলীয় প্রধান সহ সমর্থকদের হুমকি দেওয়ার প্রতিবাদে শুক্রবার বানেশ্বর বাজরে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের ডাকা ওই বনধে এদিন বানেশ্বর বাজারের দোকানপাট বন্ধ থাকে। বনধকে ঘিরে যাতে গণ্ডগোল না হয়, সেজন্য কড়া পুলিসি নিরাপত্তা ছিল কোচবিহার-২ ব্লকের বানেশ্বরে। তৃণমূল নেতা জেলা আইএনটিটিইউসি-র জেলা সভাপতি পরিমল বর্মন বলেন,  বুধবার বিজেপির ডাকা বাংলা বনধের দিন কিছু ব্যাবসায়ী তাদের দোকান খোলা রাখেন। বিজেপির লোকজন জোর করে দোকান বন্ধ করার চেষ্টা করে। তা নিয়ে পরে দু’পক্ষের মধ্যে বচসা বাধে। পরে আমাদের দলের প্রধান সহ অনেক কর্মীকে হুমকি দেয় বিজেপি। তারই প্রতিবাদে আজ ১২ ঘণ্টা বনধের ডাক দেওয়া হয়।
  • Link to this news (বর্তমান)