• প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত বাগডোগরা গড়তে বিশেষ উদ্যোগ পঞ্চায়েতের
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, বাগডোগরা: প্লাস্টিকমুক্ত বাগডোগরা গড়তে উদ্যোগ নিল লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। সেজন্য সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন হচ্ছে। পাশাপাশি, ব্যবসায়ীদেরও সচেতন করা হচ্ছে। প্লাস্টিক ক্যারিব্যাগমুক্ত এলাকা গড়তে এরকম একাধিক পদক্ষেপ নিচ্ছে লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। বাগডোগরায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প কার্যত বন্ধের মুখে। মাত্র দু’টি সংসদে প্রকল্প চালু রয়েছে। বাগডোগরার হুলিয়া নদীর ধারে, উড়ালপুলের নীচের বিভিন্ন জায়গায় বর্জ্যের স্তুপ তৈরি হয়েছে। বর্জ্যের মধ্যে অধিকাংশই অপচনশীল প্লাস্টিক জমে থাকছে। বাগডোগরাজুড়ে আগেও প্লাস্টিক ক্যারিব্যাগ রুখতে অভিযান চলে। সেই সময় দোকানে প্লাস্টিক ক্যারিব্যাগের বদলে কাগজের থলিতে সামগ্রী দেওয়া শুরু হয়। কিছুদিন পর থেকে আগের অবস্থায় ফিরে যায় সেই চিত্র। মাছ-মাংসের দোকানে কালো রঙের প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার শুরু হয়। 


    এই ব্যাপারে এবার সদর্থক পদক্ষেপ নিচ্ছে লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত। কর্তৃপক্ষের তরফ থেকে বাগডোগরা বিহার মোড়ের উড়ালপুলের পিলারে ও বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন করে  সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। এবিষয়ে লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ বলেন, জায়গা না থাকায় ফলে সলিডওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প প্রায় বন্ধ। যার ফলে বিভিন্ন এলাকায় বর্জ্য ফেলছে সাধারণ মানুষ। মানুষকে সচেতন করতেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিহার মোড় থেকে এয়ারপোর্ট মোড় পর্যন্ত দেওয়াল লিখন করা হয়েছে। প্লাস্টিক বর্জন করতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হবে। এতে কাজ না হলে আগামীতে আমরা জরিমানার পথে হাঁটব। ব্যবসায়ী ও সাধারণ মানুষও প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জনের জন্য এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)