• ফালাকাটায় শুরু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, ফালাকাটা: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পর্ষদ আয়োজিত দাজু সেন ট্রফি আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট চলছে ফালাকাটা কলেজ মাঠে।  শুক্রবার প্রথম খেলায় ৬-০ গোলে ইসলামপুর কলেজকে হারায় কামাখ্যাগুড়ি শহিদ ক্ষুদিরাম কলেজ। শাহিদ ভোজেল ও রঞ্জন ওরাওঁ দুটি করে গোল করেন। দ্বিতীয় খেলায় মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয় ২-০ গোলে নকশালবাড়ি কলেজকে হারায়। জয়সূচক গোল দু’টি করেন ইমরান আলি ও শাহিল খালকো। তৃতীয় ম্যাচে ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয় ৪-০ গোলে শিলিগুড়ি কমার্স কলেজকে হারায়। দু’টি গোল করেন সাগর রায়। রবিবারও কলেজ মাঠে তিনটি ম্যাচ হবে।
  • Link to this news (বর্তমান)