• ট্রাক্টরের ধাক্কায় জখম তিন
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, ইটাহার: শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় গুরুতর জখম এক শিশুকন্যা সহ ৩ জন। শুক্রবার দুপুরে পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের কালোমাটিয়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। কিছুদিন আগে  হরিরামপুরের হাতনাডাঙি গ্রামে শ্বশুরবাড়ি গিয়েছিলেন গোঠলু গ্রামের বাসিন্দা আনসারুল হক। শুক্রবার সেখান থেকে নাবালিকা কন্যা নাসিফা খাতুন ও স্ত্রী ফিরদৌসি খাতুনকে সঙ্গে নিয়ে বাইকে বাড়ি ফিরছিলেন আনসারুল। কালোমাটিয়া এলাকায় রায়গঞ্জমুখী একটি ট্রাক্টর আনসারুলের বাইকে ধাক্কা মারে। জাতীয় সড়কে শিশু সহ ছিটকে পড়েন দম্পতি। স্থানীয়রা জখমদের ইটাহার গ্রামীণ হাসপাতালে আনেন। সেখান থেকে রায়গঞ্জ মেডিক্যালে রেফার করা হয়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
  • Link to this news (বর্তমান)