• প্রভাব খাটিয়ে বোর্ড দখল কো-অপারেটিভের, অভিযোগ
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, নকশালবাড়ি: টানা আট বছরের সিলেক্টেট বডির পরিবর্তন চেয়ে নির্বাচনী বডির অপেক্ষায় বিধাননগর কো-অপারেটিভ সোসাইটির সদস্যরা। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই বোর্ডদখলের অভিযোগ তুলেছেন একাংশ। ২০১৬ সালে সিলেক্টেড সাতজনের বোর্ড অব ডিরেক্টর নিয়ে বডি গঠন হয়। ওই বডির চেয়ারম্যান হন প্রণবেশ মণ্ডল। সম্পাদকের দায়িত্ব পান কাজল ঘোষ। এরপর ধাপে ধাপে আলোচনা ছাড়া সোসাইটিতে নতুনদের যুক্ত করা হয়েছে বলে দাবি একাংশের। তাদের অভিযোগ, কৃষক ছাড়া রাজনৈতিক দলের ঘনিষ্ঠদের এই সদস্য পদ দেওয়া হয়েছে। নির্বাচনে সাতজনের বোর্ডে জাতিগত শ্রেণির দুই মহিলা সদস্যকে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বিক্ষুব্ধদের অভিযোগ, ওই দু’জনের মধ্যে পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষকে বোর্ড অফ ডিরেক্টর নমিনেশনের মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। শাসকদলের এক দাপুটে নেতা এর পিছনে রয়েছেন বলে অভিযোগ। সোসাইটির বোর্ড অফ ডিরেক্টর পীযুস সিং বলেন, আমরা চাই নিয়ম মেনে নির্বাচন হোক। তবে প্রভাব খাটিয়ে বোর্ড দখলের ষড়যন্ত্র হচ্ছে। অভিযোগের জবাবে সোসাইটির সম্পাদক কাজল ঘোষ বলেন, ভালো কাজ করলে মতবিরোধ না থাকলে হয়? নির্বাচনে রিজারভেশন সব জায়গায়। এখন প্রশাসনিক বোর্ড রয়েছে।
  • Link to this news (বর্তমান)